তোমার মায়াবী পর্দা দুলে উঠলে
তোমার মায়াবী পর্দা দুলে উঠলেই চুরমুর
ভেঙে পড়ে মন-মননের সকল কোলাহল
হিম হয়ে আসে ফাগুনের সব শীর্ষ সঙ্গীত
উঠোন ভরে ওঠে ফুলেদের বেশুমার লাশে
চরাচর ডুবে যায় গহীন অন্ধকারে
কাঁপে নৈ:শব্দ্যের হুংকারে
মিনার শীর্ষে নগ্ন নেচে চলছে পিশাচ দঙ্গল
ত্রাসের লকলকানো জিভে মরুর মাকড়সা।
খররোদে পুড়ে পুড়ে মসৃণ সড়ক গড়ে তুলি
মরা মাটির হৃদপিন্ড ছিঁড়ে আনি শস্যদানা
নদনদী সেঁচে বন্দী করি বেশুমার জলফুল
পাখীদের শূন্য ঘরে সাপের আবাদ সাজাই
আগুনের হলকায় পোড়াই দেহরত্ন
বহমান শেকল পরাম্পরা
দিগন্তপ্রসারী হাহাকার ফেরি করে বিজ্ঞাপন
মুছে যায় পৃথিবীর সব রঙ লোলুপ লালায়।
তোমার মায়াবী পর্দা দুলে উঠলে শ্যাওলার
পুরু আস্তরণে ঢেকে যায় সজীব বর্ণমালারা
শহীদ মিনারে আস্তানা গড়ে শুয়োরের দল
বৈশাখী উৎসবে হামলে পড়ে নগ্ন হায়েনারা
বাউলের মাটির গানে ঝরে রক্তকণা
কবির কলমে গোপনতালা
হাজার বছরের পাটাতন জুড়ে শত ব্যান্ডেজ
প্রিয়তমার চোখে আঁকা হয় নৃশংসতার ভয়।
তোমার মায়াবী পর্দায় ঢেকে যায় সকল মুখ
মৃত্যুর মহড়ায় বণিক স্বভাবীরা হয় উৎসুক।
জুন ১৯, ২০২১
অনাহারী মন
হুড়মুড় করে কি সবকিছু ভেঙে পড়বে এবার?
সব – সব – সব দৃশ্যপট?
খুলে যাবে আকাশের সকল কলকব্জা অকস্মাৎ
পাথর হয়ে যাবে উড়ে চলা শুভ্র মেঘমালা
নদী আর সমুদ্র হঠাৎ হয়ে যাবে নিশ্চিহ্ন
পাহাড়-পর্বত হয়ে যাবে ধূ ধূ ধূলোর সাহারা?
তুমি হৃদয় দুয়ার খুলে গানের হাওয়া নেবে
তেমন কোন চাঁদমারি রাতের দেখা নেই চরাচরে
করতলে পুরে নেবে কাঙ্খিত কোন স্বপ্নিল হাত
তার কোন ফুরসুত নেই তোমার আমার
শুধু বোমারু বিমানগুলো টন টন ঘৃণা দিয়ে
ভরে দিচ্ছে মানুষের ভালোবাসার সকল জমিন।
কেমন মরিয়া হয়ে উঠেছে দেখো কালের নৃত্য
ভুত ভবিষ্যতের সমুদয় তান্ডব বুঝি সমাসন্ন
ভূগ্রহের পাঁজরে বেজে চলেছে ক্রোধের স্রোত
মারী মড়ক আর মৃত্যুর উৎসবে মেতেছে সবাই
বারুদ আর ধোঁয়া
রক্ত আর আর্তি চুষে নেয় আরাধ্য সব মুখরতা।
পৃথিবীর নাভিমূল থেকে উৎসারিত লক্ষ কোটি
লকলকে মৃত্যুবীজ মেতেছে আজ উল্লাসনৃত্যে
লেলিহান লোভ আর ঘৃণার মহোৎসবে যাচ্ছে
পুড়ে সহস্রকাল ধরে অর্জিত সকল শিলালিপি
আকন্ঠ ডুবে যাওয়া হাহাকারের আর্তনাদ নিয়ে
তবু জেগে থাকে বিহবল মানুষের অনাহারী মন।
জুন ২২, ২০২১