You are currently viewing দুইটি কবিতা || অমিতাভ সরকার

দুইটি কবিতা || অমিতাভ সরকার

দুইটি কবিতা

অমিতাভ সরকার

 

কলমের নিঃসঙ্গতা

ছিল তো একসময় অনেককিছুই
আজ আর নেই

মেঘের সানাই বেজে থেমে যায়
চরম রাগের দুঃখ ফলাফল

ভালোবাসা দাঁড় টেনে নিয়ে চলে
যন্ত্র থাকলেই যন্ত্রণা থাকবে

শব্দের শিকল তোলা পাণ্ডুলিপির মায়া
অহমিকা রোদে ঘাস খাচ্ছে

শ্মশানেই শান্তি
ঘাসেই জন্ম
নির্লিপ্ততাতেই পথ
মাঠেই জবাব

এত কথার ভার আর নিতে পাচ্ছি না
চাঁদে গিয়ে পিকনিক হবে

কবিতা মানেই অসন্তুষ্টি।

 

স্বরের পাতার কাছে

যা বলার আপনি সামনেই বলেন
সত্যিটা তাই আজ সত্যিই খুব ভালো লাগলো

সোজা কথার পথটা দুঃখের হলেও সহজ
চিনতেও সুবিধে
মানসিক কোনো দ্বন্দ্ব থাকে না
বলতেও সময় কম লাগে
দশবার হোঁচটও খেতে হয় না

রাগ যদি স্বচ্ছতার আরেক নাম হয়
তাহলে সে আনন্দ চিরন্তন হোক

যেখানে স্বার্থ নেই সেখানে মনই সব

আবেগ শুধুই কারণের শুষ্ক শর্তাধীনে নিজস্ব গণ্ডির মধ্যে একলা বন্দী হয়ে আটকে পড়ে না

ভুলের হাজারো কষ্টের মধ্যে
জীবনের স্বতঃস্ফূর্ততার এই জোরটাই আলাদা

আর যাই পারুক বা ছাই না পারুক
বিজ্ঞানের এত কিছুর পরেও
এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসেও যন্ত্র কিন্তু আজও আমির ভিতরটা ঠিক চিনে উঠতে পারল না, আর…

আমাদের সবার মধ্যেই কত কথা জমা পড়ে আছে
কিন্তু সুরে গাইতে পারে ক’জন

গলা ছেড়ে গান গাওয়ার খুশিটাই যে অনেক

ভালো থাকবেন…

…………………………………