দুইটি কবিতা || অন্তর চন্দ্র
যানজট
মহাকাশে যানজট নিরসনে
এইসব প্রস্তুতি
কবিতার মায়াজাল
ব্লেডের সুদারুণ কাটিংয়ে
মেঘবতি সুনয়না
গতরাতে অণিমাকে
পৃথিবী থেকে যেন বিদায়ের কথা বলে
যানজট নিরসনে শিথিলতা দেখিয়েছে
ফাঁকা মাঠ ছাড়া আর হৃদিতাকে
মহাকাশে যেতে হবে না—
কবিতাকে কথা দেয়া সম্ভব।
*********************
লাস্ট পাসওয়ার্ড
এতোটা কঠোর হৃদয়ঘটিত ফসফরাসের
মুঠোসংহিতা
ছুরির আঘাতে বর্ষা নামায় কালভৈরবী
অথচ কৃষ্ণা তিথির বালিকা
রোহিনীর রাতে আমাকে ভেবেছে
হলাহল ভালোবাসে—
কঠিন হৃদয় ভুলে যেতে দাও
গোপনে বিয়ের ছক কেটে কেটে
হাড়-মাংসের থিম প্রণালী;
যেহেতু বালিকা হৃদয় মৃত
ভালোবেসে ফেলে রাখে মনে কফিন-বহন
আসর বসায় তারাদের দেশে;
চোখের অসুখ ভেবে
গুটিয়ে নিয়েছি অর্বাচীনের ফাঁসি।
**************************