You are currently viewing দালান জাহান-এর কবিতা

দালান জাহান-এর কবিতা

দালান জাহান-এর কবিতা

পিঁপড়াবিদ্যা

রাষ্ট্র আমাদের শেখায় অনুসরণবিদ্যা

আমরা ডানে-বামে লিখি পিঁপড়াবিদ্যা

আকাশ আমাদের শেখায়

পাখির লেজ নদী ও জোছনার

ভারসাম্যবিদ্যা

আমরা জলে নেমে বাছাই করি

স্বগোত্রীয় মাছ।

 

আমরা কখনোই রসুন গোত্রীয় নই

অন্ধকারে পিতল ও সোনার পার্থক্যবিদরা

প্রতিবছর শ্যাওলায় আত্মাহুতি দেয়।

 

সহজ পাঠ ভালোবাসার রক্তাক্ত চুম্বন

আমরা চিরদিন মানুষ সেলাইয়ের শব্দ শুনি।

২৬.০১.২২

 

রক্তকুসুম

ফুলস্টপে থেমে থাকা স্কুল ঘড়িটি

কমা হয়ে হারিয়ে গেলে

ঘরের তালগাছটি চিতা হয়ে বসে থাকে চোখে।

এই নিমগ্নহীন আনন্দ পানে

নিজেকে জ্বালানিহীন জোনাক ছাড়া

কিছু মনে হয় না।

বিগত পৌষের দৌড়ে তাই

সাঁতারের দামে বিক্রি করে ষাঁড়

সস্তায় কিনেছিলাম মৃত ভায়োলিন

বৃষ্টি এলে এখন এটি বাঘের মতো তর্জন-গর্জন করে।

আজকাল গুগল ম্যাপে ভেসে বেড়ায় ঘুম সঙ্গীত

আয়না ক্ষেতে রক্তকুসুম পোস্টারে ডুপ্লেক্স দাগ

গণিতে গাধা চিরদিন আমি সবকিছু ভুলে

রোজ হরিণের মাংস চাই।

২৫.০১.২২