থুরং চাপিয়ে চলে
পাহাড়ের উঁচু নিচু ঢালে
উদয়ের সাথে সাথে
দুলকি চালে হাঁটে
উত্তীর্ণ কৈশোরে বাঁকানো ভ্রু
আমাদের সেই চির চেনা বিনম্র ম্রো
নিয়েছে কলার কাঁদি
কিছু পেঁপে আর অন্য ফসলাদি
বহু দূরে আজ বাজারে বিকোবে
জন্মান্তরের এ যাত্রা উৎসবে
পিতৃপুরুষের ঠাঁই
পাহাড়ের চড়াই উৎরাই
দরদর ঘর্ম বহে শরীরের
বেদনা নিঙাড়ি
পায়ের পাশেই ছোটে শীতল জলের ঝিরি।