You are currently viewing তিনটি কবিতা / শোয়াইব শাহরিয়ার 

তিনটি কবিতা / শোয়াইব শাহরিয়ার 

    তিনটি কবিতা

শোয়াইব শাহরিয়ার 

 

ছায়া

 

এক জায়গা থেকে আরেক জায়গায় ছায়া সরে যাচ্ছে। আমিও যাচ্ছি ঐ ছায়ার পেছনে৷ ছায়া স্থির। আমিও স্থির। ছায়া সরে যায় ফের। আমিও ছুটে যাই ফের।

 

ছায়া

ছুটছে,

আমিও

ছুটছি…

ছায়া

ছুটছে,

আমিও

ছুটছি…

 

ছুটতে ছুটতে, ছুটতে ছুটতে ছায়াকে বললাম, সর!

তারপর থেকে আমি কোনোদিন আমাকে দেখতে পাইনি।

 

দূরত্ব

 

 

দরোজার ওপাশে দাঁড়িয়ে আছো;

দূরত্ব যদিও তেমন না

এটুকু তো থাকেই—

যেটুকু থাকলে কোনো দূরত্বের প্রয়োজন পড়ে না!

 

…এটুকু থাকলে, জীবন আর জীবন থাকে না!

 

দূরত্ব কি জানে, তার অপর নাম প্রেম?

দুরত্ব কি জানে, তার অপর নাম নরক?

 

কেউ না জানুক, আমি তো জানি—

দূরত্বের অপর নাম বনমল্লিকা!

 

নদীগর্ভে

 

বড় শখ করে

একদিন নদী এঁকেছিলাম

বর্ষায় পোয়াতি হতো

শীতে শুকাতো…

 

বড় শখ করে নদী এঁকেছিলাম…

 

সীমারেখা ভেদ করে

নদীতে ডুবে যেতাম

নিজস্ব ভঙ্গিমায় আচানক হাসতাম

 

এখন নদী আছে, জল নেই

জল আছে, নদী নেই

 

মনে পড়ে, বড় শখ করে জীবন এঁকেছিলাম!