কোনোখানে হাঁটে না আর কোনো পা
দৌড়ায় দিগ্বিদিক কৌতূহলী চোখ
মৈনাকপর্বতের পাদদেশে জিরায় মন
কে যেনো চিৎকার দেয় ক্লান্ত যৌবন
মন ও মননজুড়ে গোরকঘাটা
জীবনের জলছবি আঁকছে জেলেমন
ঝাউবন ও প্যারাবনের মিউজিক শুনে কান
চেয়ে দেখি পাখিদের সংসার
বঙ্গোপসাগরে দৌড়াই ঝড় বৃষ্টি মাথায়
হোসেন মাঝি শোনায় জীবনমুখী গান..