জাফর ওবায়েদ-এর কবিতা
মেঘসাম্রাজ্য
মেঘের ভারে আকাশটা কেমন যেন নুয়ে পড়ছে
জানলার পাশে এসে পুরনো মুখ দিচ্ছে পাঠ করার অফার
এ-সময় একঝাঁক চড়ুইয়ের বাড়ি বেড়িয়ে আসার আমন্ত্রণ
আমার বিভাজিত ভাবনারা একবার ধরে আনছে মেঘ একবার চড়ুই
রাস্তার উপর দিয়ে যাচ্ছে একের পর এক নানা জাতের যানবাহন
কোনওটি সাদা কোনওটি কালো কোনওটি হিন্দু কোনওটি মুসলিম
কোনওটি বৌদ্ধ কোনওটি খ্রিস্টান কোনওটি আমির কোনওটি ফকির
কিন্তু সকল গাড়িভরতি অমোচনীয় অন্ধকার
অন্ধকারের অদ্ভুত সাম্রাজ্য!
সময়ের ভয়ঙ্কর রুদ্রমূর্তি
হৃদয়ে স্মৃতিস্থম্ভের ভেতর প্রবেশ করতেই কথা বলে ওঠে নিরীহ শৈশব
দৈত্যের মতোন দাঁড়িয়ে চোখ রাঙায় ভয়ঙ্কর সময়ের রুদ্রমূর্তি
সেই গ্রেনেট, মর্টারসেল, মেশিনগানের মৃত্তিকা কাঁপানো চিৎকারে শিউরে উঠে শরীর!
সম্মুখদৃশ্যে পঠিত হতে থাকে পালিয়ে বেড়ানোর
দিন শেষে মলিনমুখে বাড়ি ফেরার করুণ দৃশ্যপট
মাস্টার বাড়ির ভিটেয় বিস্তৃত ছাইয়ের সমুদ্রে ডুবে থাকা কান্নার ভোর
প্রিয় প্রাইমারি স্কুল, পাকি-হিংস্রদের বাঙ্কার নামক আন্ধার কোঠর-
নির্যাতনের প্রকাশ্য সেল; যেখানে সিতাব পাগলাকে নির্মম হত্যা করেছিল
বেয়নেটে খোঁচাতে খোঁচাতে!
যেখানে চিলাবাড়ি গ্রামের সুন্দরী তরুণী মেহেরজানকে
নরপশুরা ছিঁড়ে খেয়েছিল দিনের পর দিন!
অনতি দূরে কাকের কর্কশ কা-কা বিঁধে যাচ্ছে মর্মে
দূরে কোথাও পাখির কিচির মিচিরে ভেসে উঠছে করুণ কান্নার সুর!
=====================