ছেঁড়া ঘুড়ির গদ্য
মৃন্ময় চক্রবর্তী
এ এক কবিজীবনের গদ্য। যে জীবন স্বপ্নাদর্শের ভেতর দিয়ে যেতে যেতে বোঝাপড়া করেছিল কবিতার। দেখেছিল আশ্চর্য পাখির সম্মেলনে কীভাবে শস্যের সৌন্দর্য টের না পাওয়া নির্মাতারা জীবনভর বয়ে চলে ভার। চারিদিকে এত ছন্দ, তবু লেখকের ছেঁড়া চটি বিমানের টিকিট পায়নি। তবুও সে ঘুরেছে পৃথিবীময় অক্ষরের অলিন্দের বেয়ে। দেখেছে অতলান্তিকের ঝিনুক, স্তেপের রাখালি। আবার স্বদেশের পদব্রজে পেয়েছে ভারভারা রাও, রামবলি যাদবকে। মাথার উপর অন্নময় আকাশ, শব্দ করে ফুটে ওঠে নক্ষত্র। তবু যেন সৌন্দর্য পরাজিত, পুরোনো স্বপ্নের মতোই তার হয়ে গেছে এনকাউন্টার। ভূমি আন্দোলন গেছে থেমে। নগরের ফনা গিলে নিচ্ছে গ্রাম। নতুন শতকে ছেয়ে যাচ্ছে প্লাস্টিকের মানুষে।
যে দেশে ভাঁটফুল । মৃন্ময় চক্রবর্তী । ধানসিড়ি । ১৫০ টাকা।
*=*=*=*=*=*=*=*=*=*