গোলাম রববানী
পাথর
প্রভুরাও আসা-যাওয়া করেন
অথচ আমি মহারাজাধিরাজ সেজে
খোম মেরে বসে আছি
সময়ের সৈকতের খেপাটে উন্মাদনায়
প্রাণপাখি হয়ে যায়; জন্ম-মৃত্যু জীবনযাপনে
পানি আর মাটি সমবেত হয়, মাথানত করে
অস্থিমজ্জা, হাড়গোড় সাথে আছে একটি নকলমন
খোম এটে ধরে ইগো, রুহটা খেলা করেন।
তুমি চলে যাও, অপূর্ণতা রেখে জীবনের লেনদেন
পাথরের পৃথিবীতে পাথর বেঁচে থাকে
জটিল সমীকরণ
রাখল না, সুবর্ণ অধিকার
ভালোবাসা ভালোবাসার এমনই কপাল
তাতে কি হয়েছে?
আঠারো বছর তো বেঁচেছেন, কম কী!
চোখে চোখ, ঠোঁটে ঠোঁট, হাতে হাত, দেহে দেহ
রেখেছেন; গেয়েছেন সুন্দরের গান-
বাজিয়েছেন বিষের বাঁশি
শেষমেষ তো হলো না, হওয়াটাও ঠিক না
প্রণয়নের মৌমাছি মৌচাক নিয়ে বসে ভাবে না
অভিসারের সময় সারাক্ষণ জুড়ে থাকে না
জীবনের লেনদেন হিমেল অনলে পুড়ে
ব্যাপার না, ব্যাপার না,
একই পথ পথ না
হয়তো ভালোবাসা ভালোবাসাকে হারিয়ে দিয়েছেন
নয়তোবা মনে মন রেখে মহামায়া জিতিয়েছেন
====================