You are currently viewing গুচ্ছ কবিতা / শৌনক দত্ত

গুচ্ছ কবিতা / শৌনক দত্ত

গুচ্ছ কবিতা

শৌনক দত্ত

 

তাহাদের কথা,তার কথা…

 

আমাদের বাড়ীতে কখনো অশ্বমেধ যজ্ঞ হয়নি তবু রোজ আমি একটি ঘোড়ার পেছনে দৌড়াই,বটের নীচে ঘোড়া নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকি।

ঘুমের ভেতর ঘুম পেরিয়ে দেখি আমার মা,তার চির বনবাস।

আমার জন্ম নিয়ে কোন ইতিহাস নেই,বাল্মিকি সময় পাতা ওড়ায়,ইতিহাসহীন ইতিহাসের পাতায় দেখি জন্মজন্মান্তর জুড়ে আগুন,মা পরীক্ষা দেয় প্রতিক্ষণ।রোজ…

মা আমার ফিনিক্স পাখি!

মেঘলা রাত,চায়ের দোকান

২৯ মার্চ,২০১৭

 

সুইসাইড নোট

 

অনেক রাত তখন

বাইরে কুয়াশা শহর, হিমজমাট আর নিঃসঙ্গ

নির্জনতা বেয়ে উঠে গিয়েছিল তারাদের দিকে।

উঁচু, আরো উঁচু।

ভবঘুরে মেঘের মতো

মেয়েটির শেষ কথাগুলো কড়িকাঠে ঘুরে বেড়াচ্ছে আর

হাওয়ার ছিলায় টান দিয়েছে।

সারারাত ধরে আমরা শুনছি

ব্যথাতুর কথা

ভোর নিয়ে আসছে প্রতিধ্বনি

সব বাড়িঘর থেকে

সব শহরতলি থেকে

সব কবর থেকে।

সকাল

২১ ডিসেম্বর, ২০২১

 

মাটির পায়রার ২০২২

 

হতভম্ব প্রজাপতিদের পাশে ঢুলছে পানপাত্তর।

তারিখ বেয়ে বছর আসে পেরিয়ে যায় ঘড়িতে।

দীর্ঘকাল একাই হাঁটছি কঙ্কালী আঙুল ধরে

ছড়িয়ে পড়া কথার মতো নগ্ন আলোয় অদৃশ্য।

পোষমানা নুড়ির সকালে হাতফেরত শূন্যতা

সঙ্গ জমে আছে বুক জুড়ে। নিঃসঙ্গতার এককে।

পাখিটাখি বিরল বিস্ময়

নগর আর যাপন জিহ্বায়।

আলোআঁধারী সবকিছুই নিষিদ্ধ চোখের স্বপ্ন

ভিতরযাত্রা নিরুদেশ হলে পাড়াগাঁয় জানালাবিহীন কোনো ভয়

থাকে না।

মাঝপথ জুড়ে রোদের স্মৃতি

আয়নার করুণ বিলাপ।

দরজার তলায় মিলিয়ে যাচ্ছি। প্রজাপতির ছায়ায়!

 

মধ্যরাত

১ লা জানুয়ারী, ২০২২