You are currently viewing কেয়া ওয়াহিদ || দু’টি কবিতা

কেয়া ওয়াহিদ || দু’টি কবিতা

কেয়া ওয়াহিদ || দু’টি কবিতা

 

শূন্যতা
_______

প্রাগৈতিহাসিক দুঃখডিঙির আঘাতে

ভেঙ্গে যায় জলের সংসার,

ভেঙ্গে যায় মনমন্দির,

যুবতী ঢেউ নোঙর খোঁজে জলের আঁচলে।

ডাহুকডাকা সন্ধ্যায় বৃষ্টি নেমে এলে উতল হাওয়া আশ্রয় নেয় জানালার ওপাশে।

শব্দরা হারায় অনিকেত মেঘে পৃষ্ঠাভর্তি শূন্যতা রেখে।

 

শারদীয় প্রেম

____________

অতঃপর

রূপালী জরি পাড়ে রাজকীয় নীল শাড়ী-

খোঁপায় শিউলি ফুল

দু’হাতে বাহারি কাঁচের চুড়ি

গলায় সীতাহার, কানে কুন্দনের দুল।

মেঘবালিকার হাতে হাত রেখে;

শ্বেতশুভ্র শেরওয়ানি পরা মেঘদূতের

শারদীয় আগমন।

আকুলিত প্রেম নোঙর ফেলে

স্বপ্ন জাগানিয়া সুঠাম নব্য দ্বীপে

রজনীও এসে স্বাগত জানাল

হাতে আভিজাত্যের জ্যোৎস্না প্রদীপে।

যুগল হৃদয়ের ভালোবাসার মহড়ায়

ঈর্ষান্বিত প্রণয়নীর অস্ফুট উচ্চারণ-

একদা আমিও হারাতে চেয়েছিলাম

বনেদী কোনো প্রেমে।

**********************