You are currently viewing কষ্ট -কষ – জেবুন্নেছা জোৎস্না

কষ্ট -কষ – জেবুন্নেছা জোৎস্না

মাথার ভেতর মস্ত এক বাড়ী

বয়ে চলি উদ্দেশ্যহীন; কেন্দ্র

হতে যাইনা যতো দূর, মোহের

ব্যাসার্ধে কাটছে আমার দিন।

 

শুন্য আকাশে চেয়েছি ফোঁটা বৃষ্টি

অনুঘটক মেঘ আনেনি সুসময়,

অন্ধকারে জ্বালিনি শীর্ণ প্রদীপ

দীর্ঘ নিঃশ্বাসে যদি নিভে যায়!

 

পৌরাণিকে খুঁজিনি ঠিকানা তাহার

আজ যদি ভুলে স্মৃতিতে হারায়;

যে দুরত্ব গেল না কখনও ঘোচানো

স্বর্ণলতায় বারংবার সে পথ জড়ায়!!

 

এ বাঁধা প্রত্যয়ের , এ ক্ষমা অন্যায়

এ যাতনা যন্ত্রণার, আগুনে জ্বালায়।

এ প্রেম কৈশোরের ভুলে গাঁথা মালা

এ পথ একাকী, গন্তব্য ছাড়াই চলা।

 

চোখের জলে জমেছে কচকচে কষ,

দুঃখরা বন্দী খাকী মলাটে সাঁটা;

বোধের ভাবনায় ছড়ালো যে হেম

সুপ্ততায় সে দিল, আমায় অবহেলা!