কবি রবীন্দ্রনাথ ঠাকুর: ১৬১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য
কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাসাহিত্যের অনন্যপ্রতিম মৌল উচ্চতর শিখর। তাঁর রচিত সাহিত্যসম্ভার বাংলাসাহিত্যকে যেমন করেছে সমৃদ্ধ ও তেমনি জাতির জন্য রেখে গেছেন এক ঋদ্ধ ভান্ডার। গানে, কবিতায়, গল্পে ও উপন্যাসে তিনি যে শৌর্য্য স্থাপন করে গেছেন তা বাঙালী জাতির জন্য এক মহামূল্যবান সম্পদ।
এই মহান কবির আজ ১৬১তম জন্মদিন। তাঁর এই জন্মজয়ন্তীতে নিবেদন করছি প্রগাঢ় শ্রদ্ধা।
স্বল্প পরিসরের এই আয়োজনে লিখেছেন:
১। বদরুজ্জামান আলমগীর: দশটি ছিন্ন গদ্য- নতুন করে হারাই বলে
২। আলী সিদ্দিকী: যেভাবে পেয়েছি রবীন্দ্রনাথ
৩। পারমিতা ভৌমিক : চিন্ময় গুহর কলমে চিত্রী রবীন্দ্রনাথ
৪। অমিতা মজুমদার: আমার পঁচিশে বৈশাখ