You are currently viewing একটি ঘোষণা

একটি ঘোষণা

একটি ঘোষণা

মনমানচিত্র’ সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল লেখক/চিন্তকদের ক্রোড়পত্র করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ক্রোড়পত্রের জন্য নির্বাচন করা হয়েছে ”বিন্দু” পত্রিকার সম্পাদক কবি সাম্য রাইয়ানকে। কবি সাম্য রাইয়ানের কাব্যচর্চা, কাব্যভাবনা ও কাব্যচেতনা আগ্রহীদের লেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

নিয়মাবলী:
১. ১৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ সীমিত থাকবে।
২. অভ্র/ইউনিকোডে টাইপকৃত লেখা নিচের ইমেইল বডিতে পেষ্ট করে পাঠাতে হবে।
৩. অমনোনীত লেখা ফেরৎ দেয়া হবে না।
৪. লেখা পাঠানোর শেষ তারিখ: জানুয়ারী ১০, ২০২৩
৫.ইমেইল: monmanchitra@gmail.com

 

=============================