You are currently viewing একগুচ্ছ কবিতা > সাহানুর হক

একগুচ্ছ কবিতা > সাহানুর হক

একগুচ্ছ কবিতা 

সাহানুর হক

 

অভিমানী ঠোঁট 

ভাটার টান যতটুকু আসে
তাতে তোমার ভূমিকা দুরূহ
সিজদা তোমার অভিমানী ঠোঁট!
কালো টি শার্ট
নিঃস্ব দুপুর পেরিয়ে আসে ধুলোমাখা সাদা মানুষের গল্প। ব্যাঙের শীতঘুমের মতো গোপন, সাজানো ঘরে বেদনার বসতভিটা। ঐতিহাসিক ক্ষতের দৌড় কোথায় ঠেকবে? সিজদা, একটু পাশে এসে বসো..উঠোন তোমার ছায়ায় ঢেকে রাখো। আঁচল উড়িয়ে দাও। এই ভিটেমাটি অনেক পবিত্র। হাওয়া ভীষণ একলা!
তোমার পছন্দের কালো টি শার্টটা খুলে নাও..প্রচুর ঘামছি…ক্লান্ত লাগছে….আজ বড্ড গরম পড়েছে, বলো?
এক চিলতে আলো
হৃদয়ের সমুদ্র গভীরে একটা অতীতের দাগ
কেউ দায়ভার নিতে চায় না
মা বলতো গামছা ঘাড়ে নয় মাথায় বাঁধতে হয়
বায়ুভর্তি নগরীয় বেলুনে অসংখ্য অনবলোকিত ছিদ্র
নশ্বরতায় প্রকাশ পায় সংকোচনের হার
কিটস অথবা শেলীর মতো আমার স্বপ্ন দেখার সাধ হয়
জ্যোৎস্না কিংবা প্রদীপের শিখার অসহায়তা
চিন্তায় গন্তব্য স্মৃতি দিয়ে বেঁধে
অঁচল নিঙরানো এক চিলতে আলো
সময়ের বিপ্লবী ঝুড়িতে কুঁড়িয়ে ফিরি..
বৈশাখী দুপুর
বৈশাখী দুপুরে জানালার গ্রিলের ফাঁকে দুচোখ
এই বুঝি নীলা ডাকলো, শুনছো নুর?
পথভ্রষ্ট ধ্যান দৃষ্টি
মেঘের নৌকায় কিছুকাল প্রেম মাখা বৃষ্টির ধারাপাত
ছবিঘর ভেসে ওঠে সুদূরে দিঘির পাড়ে
বট গাছটির নিচে বসে আছি নীলা আর আমি
দু হাত মেলে স্বেচ্ছায় ছুঁয়ে যায় বরফ
চকিত পিচ রাস্তায় বাইক চালকের দূর্ঘটনায়
দিবাস্বপ্নের দরজায় চেতনার খট্ খট্
বুঝতে পারি ভাবনায় মাখামাখি করা প্রেম
উদাস দিনে অরিজিৎ সিং এর গানের মতো!
মিছিল বেরিয়েছে
চারিদিকে হইহুল্লোড়,মিছিল বেরিয়েছে
কেউ জিজ্ঞেস করল না কিসের মিছিল?
অথচ কেউ নয় অন্ধ, কেউ নয় বোবা
তবে ওরা সাড়ি সাড়ি দাঁড়িয়ে গুনছে লোক
কতজন আছে মিছিলে? টিকবে তো?
দোতলা ব্যালকনি থেকে একজন দর্শক ভদ্রলোকের প্রশ্নে আমাকেও হতাশা গ্রাস করে
কবিতা লিখতে লিখতে থেমে যাই
মিছিলের মাঝখান থেকে কোনো এক
মাতালের কথা ভেসে আসে,
হাতের নাগালে আমি শুধু একটা ভোর চাই
ঘড়ির কাঁটার বিপরীতে বহু রাত ঘুমোই না!
পরিচিতি
কোচবিহার জেলার দিনহাটা শহর থেকে প্রায় ১১ কিমি দক্ষিণে নয়ারহাট অঞ্চলের পিকনিধারা গ্রামে জন্ম ও বসবাস‌। ইংরেজি বিভাগে গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স অফ লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্সে পাঠরত। ক্লাস ইলেভেনেই প্রথম লেখা প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে। তারপর থেকে নিয়মিত একে একে পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিকে বেরিয়ে চলেছে এই তরুণের কবিতা। ধারাবাহিকতায় লিখে চলেছেন কবিতা,অণুগল্প, প্রবন্ধ, ছড়া। প্রকাশিত লেখার মধ্যে অন্যতম পত্র-পত্রিকা গুলি হল—উত্তরবঙ্গ সংবাদ, তথ্যকেন্দ্র, যুগশঙ্খ, উত্তরের সারাদিন, আজকাল, সুখবর, দিনদর্পণ, কলম, বিবর্তন, অন্যদিন,খোলা কাগজ, আল্পনার কবিতা ইত্যাদি। কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘বিরতিহীন মনখারাপ।’