You are currently viewing ঋজু রেজওয়ান-এর কবিতা

ঋজু রেজওয়ান-এর কবিতা

ঋজু রেজওয়ান-এর কবিতা

 

ভাঁটফুলে এঁকে যাই Acrylic

সময় ব‌য়ে যায়— স্মৃ‌তিরা ভাঁটফু‌লে

চিহ্ন রে‌খে দেয়___

প্রজাপ‌তি ডানায়। আদর সোহা‌গের

মি‌ছিলে যেটুকুন

লাল চা‌লের ভাত হাওয়ায় বুদবুদ।

 

শৈশ‌ব পাতায় মিঠা রো‌দের আলো

হিজ‌লের ছায়ায় ঝ‌’‌রে পড়া শোকে

শুধু তু‌মি নেই___

মুশুর খে‌ত জু‌ড়ে বাতা‌বি‌লেবু ঘ্রাণে

দখি‌ন আয়ু নি‌য়ে অ‌পেক্ষায় আ‌মি।

 

হৃদয় চবুত‌রে, যে থা‌কে শুধু জে‌গে

মুখস্ত টে‌বি‌লে___

স্মৃ‌তির ডায়লগ ফু‌রি‌য়ে গে‌লে, তু‌মি

কাউন খেত ধ’রে

হেঁটে যাও একাকী, অ‌তি সন্তর্পনে।

 

গন্তব্য

 

ত্রি‌বিধ তির অভিমন্যুর

দি‌কে ছু‌টে যায়

চক্রব্যূহের সীমানা পে‌রি‌য়ে।

 

মা‌টির শরী‌রে ডানা কাটা পোকা

আঁকড়ে ধ‌রে‌ছে

চিনে জোঁক আর পা‌কিস্ত‌া‌নির

স‌র্পিল লতা।

 

অসম যুদ্ধ কাঁ‌ধে নি‌য়ে চ‌লে

ক‌রিম শে‌খের চাঁদ

হাহাকার প‌থে রা‌তের প্রহর

গোণে নাবালক খাট।

 

ধু-ধু মরু চি‌রে প‌রিযায়ী পা‌খি

রক্তাক্ত বু‌কে

‌হোত্তা দি‌চ্ছে ‌আমন ধা‌নের

মৌতা‌তি গ‌ন্ধে…!

 

এ‌দি‌কে তবুও ‌বি‌বিধ ইম‌নে…

‌বিমূর্ত কলা

ছিঁড়ে খানখান পৌষালি পালা।

 

চল বাড়ি যাই! বাড়ির ভেতর বাড়ি!