You are currently viewing ইফতেখার হালিমের কবিতা

ইফতেখার হালিমের কবিতা

ইফতেখার হালিমের কবিতা

 

আশ্চর্য ব্যবধান

ছোট বেলায় আকাশ স্পর্শের নেশায়
কতনা দৌড়েছি
ক্ষিপ্র গতিতে আকাশ
দূরে সরে গেছে

সুখ-সেও আকাশের মতো
দূরে সরে যায়
আশ্চর্য ব্যবধান
স্বপ্নের মানচিত্রে।
===========

 

পাণ্ডুলিপি

কিছু স্মৃতি হাতছানি দেয়
কাছে ডাকে
ছায়ার মতো একান্ত পাশে চায়
বহুদিনের গভীর ভালোবাসা
মনে গেঁথে আছে
অতীতের বিজ্ঞাপন।

কতো দুর্দিন; মহামারি উঠোন
উপবাস
অশ্রুপাত
ভয়- মৃত্যু বার্তা
তবু জড়িয়ে আছে মুগ্ধতা নিয়ে।

খেলার বিকেল
আনন্দ মাঠে উল্লাস আত্মীয়তা
বিষণ্ণতা পরাজিত হয়েছে ভীষণ উন্মাদনায়
আনমনা জোছনা গালিচা উপভোগ
কলকল নদীর প্রিয় পাড়ে।

বৈরাগী রোদের শিহরণ
নতজানু সন্ধ্যার অনুরণন
স্পর্শ করে আবেগের উপকূল
সময়ের ভাঁজে ভাঁজে বয়সের নৈপুণ্য
ভুলে যাওয়া গল্প
অবহেলার অপ্রকাশিত পাণ্ডুলিপি।
=================