আহমদ সায়েম ।। চারটি কবিতা
মূর্খ
ইতিহাসের সবগুলো সংখ্যাকে বলছে মূর্খতা
রিসেট বাটনে টিপ দিলে কী হয়, কী হবে-
ওরা সব, সবকিছু বুঝিয়ে দিয়েছে;
তবু যেন বুঝতে দেরি হয়ে যায় আমাদের;
কারণ, আমরা গাজর না-খেয়ে মুলা খেয়ে বড় হয়েছি
তাই বুঝতে ঢের দেরি করে ফেলি, দেরি হয়ে যায় আমাদের
ওরা জাতিকে ধোঁকা দিতে মন্দিরে পড়ছে মন্ত্র
আর কোরআনের তরজমা শুনছে
পুরোহিতের কাছ থেকে…
রিসেট বাটনে চাপ দিয়ে ভুলিয়ে দিতে চায়
আমাদের গর্ব, রোডম্যাপ, আর
বাংলা বলার
শক্তি, সাহস…
১০ অক্টোবর ২০২৪
রিসেট বাটন
একটা মোবাইল দিতে হবে ছেলেকে
তাই বাবা তারটা ছেলেকে দিয়ে নিজের জন্য নতুন একটা নিয়ে নিলেন
সে মোবাইলের রিসেট বাটনে টিপ দিয়ে
বাবার সব ডকুমেন্ট সরিয়ে
নতুন অ্যাকাউন্ট করে নেয়
হ্যাঁ, এতে করে নতুন কোনো হার্ডড্রাইভ প্রতিস্থাপন করতে হয়নি
আর
একাত্তরের সফটওয়্যার
যথাস্থানেই আছে!
চল্লিশ বছর সংসার করে বউ জানতে পারেনি
স্বামীর শরীরের ঠিক কোন স্থানে রিসেট বাটন রয়েছে…
এতদিনে সে যখন জানতে পারল
তখন সে তাকে আবিষ্কার করল কারাগারে
ওসির ডাইনিং রুমে…
১০ অক্টোবর ২০২৪
বিন্দু-বিসর্গ
যা-কিছু চোখে দেখা যায় তার সবটাই সত্য না-ও হতে পারে
তার জন্য অবশ্যই প্রিয়জনের আশ্রয় ও প্রশ্রয়ের ছায়ায় থাকতে হয়
আর প্রিয়জনের রঙ্গালয় বা মধুচক্রের ভুলগুলোতে দম না রেখে
যদি ব্যস্ত হয়ে পড়েন, তাদেরকে আনফ্রেন্ড আর ব্লক করার মোহে-
তবে আর দেখা হবে না বিন্দু-বিসর্গের সৌন্দর্য
অঙ্কটা খুবই সহজ-মেনে নেওয়া আর মানিয়ে চলা…
এই সূত্রে অঙ্ক না মেলাতে পারলে হতে হবে কোটি টাকার মালিক
যা শুধুমাত্র দেখানো যায়, দেখা যায় না।
০৬ নভেম্বর ২০২৪
পলায়নের পথ
অন্ধের দেখার সাথে যখন আপনার দেখার মিল পেয়ে যাবেন
বুঝতে হবে-শীঘ্রই পলায়ন করতে হবে, আর
সারাটা গ্রাম জুড়ে যখন অন্যায়ের তীব্রতা ছড়িয়ে পড়বে
তখন বিচারক আর ডাকাত একসাথে চলাচল করতে দেখবেন
প্রকৃতি তার হিসাবে দ্বন্দ্ব রাখে না, ছায়াই বলে দিতে পারে
প্রার্থনার সময় মাত্র এল, না শেষ হয়ে গেল
কেউ ছায়া দেখে চা-চক্রে বসে, কেউ ভয়ে পলায়নের পথ খোঁজে।
০৬ জুলাই ২০২৪
=======================