You are currently viewing আলী সিদ্দিকী’র কবিতা

আলী সিদ্দিকী’র কবিতা

 

আলী সিদ্দিকী’র কবিতা

  লালদিঘি গণহত্যা পরবর্তী সময়

রক্ত ঘাম ক্ষোভ আর বিহবলতায় ভেসে লালদিঘি
থেকে নিউমার্কেট চত্বর পেরিয়ে
রিয়াজুদ্দিন বাজার থেকে নন্দনকানন হয়ে আমরা
চলে আসি ডিসি হিলের কড়ই গাছতলায়
সিগারেট পোড়ে শাহিদের কাঁপা হাতে আমার ঠোঁটে
রক্ত আর ঘামের বিদঘুটে গন্ধে ঘোলাচ্ছে শরীর
আমাদের ঠোঁটে উচ্চারিত হয় না কোনো শব্দমালা
গাছের ঘন পাতার ঝোঁপে সবাক অন্ধকার
জনপদ হঠাৎ প্রাগৈতিহাসিক নৈঃশব্দ্যে হয়েছে বোবা
আমাদের হৃদপিণ্ডে চেতনা স্রোতে কলবল করে শপথ
সামরিক বুলেট জর্জরিত লাশের স্তূপ আর
আহত সহস্র কন্ঠে্র আহাজারিতে বিমূঢ় পুরো জনপদ
শীতল জলপাই ট্যাংক হামাগুড়ি দেয় অন্ধকারে
বাতাসে ফিসফিসানি কমে আসে মানুষের চলাচল
গাড়ির শব্দ টায়ারের ঘর্ষণ মানুষের কন্ঠস্বর
ক্রমশ স্বৈরাচারী হয়ে ওঠে অন্ধকারের রূঢ় শাসন
‘আমরা হার মানবো না’
শাহিদ গাছের গুড়ি ছেড়ে উঠে দাঁড়ায় দূরাগত আলোয়
জ্বলে চোখজোড়া, আগামীকাল মিছিলে থেকো।
চটচটে গায়ে অস্বস্তি নিয়ে উঠে দাঁড়াই, আসবো।
তুমি যাচ্ছো কোথায়?
সুজাতা সন্ধ্যে থেকে অপেক্ষা করছে, শাহিদ পা বাড়ায়
ঠোঁটে আরেকটা সিগারেট গুঁজে আমরা লাভলেনে পা রাখি
সাঁই সাঁই শব্দে জলপাই ট্রাক চোখ রাঙায়
শক্ত হয় শিরদাঁড়া
আমরা তাদের দেখি রক্ত আঁকা চোখে-রক্তচোখে।

 

পথপাথেয়

পথে ঢেলে দিয়েছি বেদনার নীলাদ্রি শোক
কালোপিচে এঁকে নিয়েছি মুক্ত দিগন্তলোক।
তুমি যেন হালকা রঙের কাছে জিম্মি প্রচ্ছদ
দিগন্ত ছুঁয়ে আসা কোলাহল মুখর পরিচ্ছদ।
আমার পথভাঙা পথে নেই তোমার পদচিহ্ন
সময়ের যৌবনে ছিলে ও আছো তুমি উদ্ভিন্ন।
আমার রয়েছে পথের কাছে সময়ের বহু ঋণ
আনতে হবে দ্রোহে বিদ্রোহে স্বপ্নীল এক দিন।
উজানে দেখো কৈয়ের ঝাঁক বাইছে পথ কানে
শিরদাঁড়া যায় বেঁকে অই লোভের তীব্র টানে।
আমি পথ রচেছি চেনা পথের পূর্ণ বিপরীতে
খেতেই হবে হোঁচট আমার পায়ে পা মেলাতে।
আমি চলছি চিরন্তনের অন্তহীন অভিযাত্রায়
তুমি অনর্থক রেখেছো পা আমার মৃত ছায়ায়।
চেনা চেনা আরামের ভেতরে থাকো তুলতুলে
বুনোমেঘের কালবৈশাখী আমার চেতনামূলে।
থাকো তুমি আত্মমগ্ন কথিত সীমানার পাখি
মানুষের দ্রোহে মুক্তির গানে আমি মুগ্ধ থাকি।

এখানে, কারাবাসে

এখানে-
কালো পীচে ছাপা পড়ে গেছে
প্রাণ নিংড়ানো লাল রক্ত
লালসার রঙে ধাঁধানো আজ
স্মৃতির ক্যানভাস
এখানে-
শকুন আর চিলের থাবায় বিক্ষত
বলিহারি চলছে হরিলুট
চারটি স্বপ্ন পড়েছে পাথরচাপা
স্বদেশে কারাবাস।

এখানে-
যতোসব হার্মাদেরা গেড়েছে ঘাঁটি
চুষে নিচ্ছে মন মনন মগজ
পরজীবি বুনিয়াদ সব শিকড়হীন
শূন্য অন্তসার

এখানে-
নালায়েকরা তুলেছে মাথায় মুকুট
মহাপ্রতাপে উড়ে বেড়ায় জনপদে
চাকচিক্যের বাহারি জেল্লা চারদিক
নিঃস্ব সারাৎসার।

******************