You are currently viewing অহম -রেজা শামীম

অহম -রেজা শামীম

ওজন মাপবো বলে যতবার ওজন যন্ত্রে দাঁড়াই
সূচকের কাটা ততবারই ছাড়িয়ে যায় স্বস্তির সীমা
অগত্যা সরিয়ে রাখি যা কিছু বাড়তি সংযোজন
ভারী জুতো, কোমরের বেল্ট, চাবির গোছা
পেটমোটা ওয়ালেট, ও এপেলের সেলফোন
জিনসের প্যান্ট কটনের শার্ট খুলে হই সম্পূর্ণ নিরাভরণ
কিন্তু ওজোনের কাটা পেছনে ফেরে সামান্যই
অতঃপর চোখ থেকে নামিয়ে রাখি জলের কলস
মাথা ঝাঁকিয়ে ঝেড়ে ফেলি জেঁকে বসা স্থায়ী অস্থিরতা
বুকের ভেতর চেপে রাখা বায়বীয় বেদনা
উড়িয়ে দেই সিগারেটের ধোয়ার মত দীর্ঘ ফুঁয়ে
গলায় আঙ্গুল দিয়ে বমি করে দেই জলজ যন্ত্রণা
ওজনের কাটা তাতে কিছুটা ফেরে পেছনে
অথচ শরীর থেকে যায় তখনও পৃথুলা
অস্থিরভেতরে মজ্জার মত মিশে থাকা
আমার ভেতরে অহম আমি’র ভারে।