৩টি কবিতা/ বায়েজিদ বোস্তামী
কাছিম মায়ের প্রতি
গর্ভে তো রাখতে পারবা না চিরকাল
মানুষে মানুষে গিজগিজ তটে ছেড়ো না
ওদের পায়ের চাপে স্রেফ ভচকায়ে যাবো
ওরা বালি খুঁড়ে তুলে নিয়ে ভেজে খাবে
জন্মাতেই দেবে না!
নীল জলে সাঁতরাতে দেবে না
সোনারোদ গায়ে মাখতে দেবে না
না, এইখানে, মানুষে মানুষে গিজগিজ তটে
ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না আর বারে
বরং পাখিরা ভালো
বরং পাখিরা ভালো, ভানহীন
প্রেম আর প্রয়োজনে ফারাক জানে না
ঘাসখড়কুটো বয়ে আনা ঠোঁটে
অনায়াসে দিতে পারে ঘষে
প্রেমিকার ঠোঁট
হাওয়ায় ছড়াতে পারে শিস
যে-বাসা বোনে
প্রজনন-প্রয়োজনের মওসুম শেষে
ভেঙে গেলে, বাসা-ই ভাঙে কেবল
ভাঙে না হৃদয়
নয়া মওসুমে ঠোঁটে শিস ফোটে ফের
আসে বাসা বুনবার তাগিদ
আসে প্রেম ও প্রয়োজন
গলাগলি করে
অধিকন্তু নয়া বাসার বাসিন্দা
বদলে গেলেও
গ্লানি থাকে না কোনোও
অথচ, মানুষ!
ক্যামোন ভান নিয়ে কাটায় গোটা জীবন
জানো না, গৌতম
ঘর ছেড়ে তুমি চলেছো গৌতম
খুলে রেখে যা যা ছিলো বন্ধন
পিছে ফেলে যাইতেছো
দারা-পুত্র-পরিবার
অগ্নিকুণ্ডসম সংসার
এখানে
মায়া, মোহ ও কাম
দুঃখ, জরা ও মৃত্যু
খেলে সাপলুডু
নিরন্তর
ধ্যানশেষে
বোধিপ্রাপ্ত হইবা
লভিবা বুদ্ধ নাম
জানো না, গৌতম, এ পৃথিবীতে বিরিক্ষেরা
তোমারও ঢের ঢের আগে বোধিপ্রাপ্ত হয়েছে