You are currently viewing ৩টি কবিতা > অন্তউড়ি মেঘদূত 

৩টি কবিতা > অন্তউড়ি মেঘদূত 

৩টি কবিতা
অন্তউড়ি মেঘদূত 
 
 
 
আলো ছায়া 
 
আলোর খোঁজে ছায়াগুলো সব
আঁকে অনাবিল মূর্তি,
কেউ নিদারুণ বিষাদ প্রতীক
কেউ করে খালি ফুর্তি।
ছায়ার মধ্যে নাই বা রইলো
প্রাণের প্রণয় কাণ্ড,
তবুও ছায়ারা লিখে স্মৃতিকথা
জমানো ইচ্ছে ভাণ্ড।
আলোর হাজার তরঙ্গ মিলেই
আনে মন্দ-ভালোর রূপ,
আজ নাই বা রইলো মুখেতে
হৃদয়ে ছায়ার স্তুপ।
 
 
 
রূপান্তর 
 
 
আমার কোন ধ্বংস নেই আছে রূপান্তর।
মৃত্যু মানে আমার ধ্বংস নয়
মৃত্যু মানে আমার রূপান্তর।
আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো
আমি অসীম, আমি অনন্ত।
কে বলে মৃত্যুর পর আমি হারিয়ে যাব?
আসলে আদৌ কি হারিয়ে যাওয়া সম্ভব?
না তো,কখনো সম্ভব নয়।
আজ আমি মানুষ কাল হয়তো শঙ্খচিলের বেশে
নয়তো কোন পানিতে ভাসা শ্যাঁওলা হয়ে থাকবো।
আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো।
সেদিন হয়তো চিনতে পারবে না কেউ
আমারও হয়তো মুছে যাবে স্মৃতি।
কিন্তু দেখো যদি আগের মত আমার
সেই ভালোবাসা ও প্রীতি,
আমি হারিয়ে যাবো না কোথাও
আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো;
আমি চিরবর্তমান আমি সর্বব্যাপী।
 
 
লোডশেডিং
 
 
চাঁদের ঐশ্বর্যের মধুরতায়, পুরনো এ রজনী।
ব্যথা বাজে গ্রামোফোনের নস্টালজিক সুরে।
নিষ্কৃতি দুষ্কর প্রেয়সীর অবচেতন ভাবনায় ডোবে,
আঁধারে ধরা দেয় মোমবাতির রোমান্টিসিজম।
চিরকালের অভ্যাস ইন্ধনে যোগ দেয় লোডশেডিং।