মন-মানচিত্র সেপ্টেম্বর সংখ্যার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
আগামী ১৫ই সেপ্টেম্বর পাঠকদের হাতের নাগালে চলে আসবে সেপ্টেম্বর সংখ্যা।
চোখ রাখুন আপনার নিউজফিডে। একটি ক্লিকের মাধ্যমে দশজন কবির সংক্ষিপ্ত পরিচিতিসহ পাঁচটি করে কবিতা কাব্যপ্রেমিকদের ভালো লাগবে এবং সাথে থাকছে বিভিন্ন স্বাদের দশ কথাকারের দশটি ছোটবড় গল্প। এছাড়াও থাকছে ওরহান পামুকের সাক্ষাৎকারসহ অন্যান্য আয়োজন।
সঙ্গে থাকুন। মন-মানচিত্র-এর আয়োজনে যুক্ত হোন।