You are currently viewing সূচনা সংখ্যায় লিখেছেন যাঁরা

সূচনা সংখ্যায় লিখেছেন যাঁরা

মন-মানচিত্র একঝাঁক সৃজনশীল মানুষের ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করেছে। নানাক্ষেত্রে নিজ নিজ ভূমিকার স্মারক হিসাবে তাঁরা মন-মানচিত্রের পাঠকদের উপহার দিচ্ছেন তাদের চিন্তা ও সৃষ্টিকর্ম। আমরাও শিল্পসম্মতভাবে তা পাঠকের করকমলে উপস্থাপন করার চেষ্টা করছি। এক ত্রিমুখী সম্পর্কায়ন : লেখক+ পাঠক + মন-মানচিত্র এর সমন্বিত সুগভীর গোড়াপত্তনিই আমাদের আকাঙ্ক্ষা ও গন্তব্য।

জনসংস্কৃতির আলোকিত পথে আমরা এগিয়ে যাবার প্রত্যয় ধারণ করি। সেই অনুপ্রেরণায় ঠাসবুননের কবিতা যেমন খুঁজি, তেমনি প্রত্যাশা করি কবি ও কবিতার উপর নৈর্ব্যক্তিক পর্যালোচনা- যা আবেগনির্ধারিত না হয়ে বরং দর্শনের শৈল্পিক ভারসাম্যে বিশ্লেষিত হবে। একইভাবে আমরা চাইছি জীবননিষিক্ত পটভূমির অন্তর্মূলে বাস্তবতার নিরিখে রচিত কথাসাহিত্য; অন্বেষা করি গদ্যের নির্মোহ বোঝাপড়া। ছিঁচকাঁদুনে লেখার বাইরে নিরাপোষ সৃজনশীল লেখালেখি ও চিন্তার প্রসূনে আমাদের চলার পথ তৈরি করে নিতে চাই। এই পথপরিক্রমা কখনোই সহজ হবে না জানি। আমাদের চোখের সামনেই মানুষের তাবৎ অর্জন ও নির্মিতিকে এক দানবিক দুঃসহ বর্তমান কেমন ভেঙে শতছিন্ন করার অপতৎপরতায় লিপ্ত। এই কাঠিন্য পরাভূত করে আমাদের শিল্পের ফোঁড়ে বানাতে হবে এমন এক নকশিকাঁথা যা প্রাণের সংকীর্তনে মায়াবী ও দৃঢ়।