You are currently viewing সাদাত সায়েমের তিনটি কবিতা 

সাদাত সায়েমের তিনটি কবিতা 

সাদাত সায়েমের তিনটি কবিতা 

ভোরের খেয়াল

 

একটা পায়রা

আমার আয়ুরেখা বরাবর

বাকবাকুম বাকবাকুম হাঁটে

সে কী বলে! কার চিঠি আনে!

 

নিরুপায় আমি হৃদয়রেখাকে খুঁজি

বিহঙ্গের ভাষা বুঝার তরিকা শিখি

 

বুকফোলা পুকুর

জাদুঘরের পেছনে

একটা বুকফোলা পুকুর

ঘাট একেবারে ফাঁকা

পাশে শুধু উত্তপ্ত দুপুর

 

মুখোশ

 

অবশেষে আমি একটা মুখোশের

অর্ডার করেছি অনলাইনে

অনেকটা নিরুপায় হয়ে, খানিকটা কৌতূহলে

দেখি না কী হয়!

তবে এখনও এসে জিনিষটা পৌঁছায়নি

আটকে আছে কোন্ শুল্ক দপ্তরে

কিম্বা বন্দরে — জানা যায় নি

আমার পরামর্শদাতা জানালো:

সস্তা পড়েছে খুউব, কিনে ফেলুন

আর আজকাল কাজেও লাগছে দারুণ