You are currently viewing শিশির আজমের কবিতা

শিশির আজমের কবিতা

শিশির আজমের কবিতা

 

দেশের সত্যিকার মানচিত্র

শিক্ষক কীভাবে শেখাবেন ছেলেমেয়েদেরকে মানচিত্র অঙ্কন
দেশের
দেশ সম্পর্কে উনি কতটা জানেন শিক্ষক ভাবেন
দীর্ঘদিনের দাসত্ব
জন্ম
বেড়ে ওঠা
হ্যা কতটা বড় হয়েছে তার দেশ আর সুশ্রী
আর আত্মপ্রত্যয়ী
অসংখ্য নদী আর শিরাপোশিরা আর সমুদ্র আর দুষণ
আর আত্মহত্যাপ্রবণতা
শিক্ষক ভাবনায় পড়ে যান
কীভাবে আঁকবেন তিনি তার দেশের মানচিত্র
অনিশ্চয়তা
আশঙ্কা
আর সংশয় কী শেখাবেন তিনি ছেলেমেয়েদেরকে
তার দেশের সত্যিকার মানচিত্র কেমন
এ কি তিনি জানেন

 

ইয়াং ছুরিটা

এই বুড়ো বয়সে
সেই ছুরিটার কথা মনে পড়ছে খুব

তখন
কে বলে দেবে
কোনটা প্লেট
আর কোনটা দারোয়ানের হাসি

ছুরি
প্যান্টের পকেটে

হ্যা ওটা থাকতো আমার প্যান্টের পকেটে
সময়ে অসময়ে
অজান্তেই আমার হাত চলে যেত পকেটে
ওকে
ছুঁয়ে নিতাম

কেন

কোন যুবতী মেয়েকে পটাতে গিয়ে তো আর
ছুরির দরকার হয় না

**********************