You are currently viewing রুমি-র কবিতা > ভাষান্তর : অচিন মিত্র

রুমি-র কবিতা > ভাষান্তর : অচিন মিত্র

রুমি-র কবিতা
ভাষান্তর : অচিন মিত্র
(প্রেমের পঞ্চাশ : রুমির কবিতা  ৪  -এর অন্তর্ভুক্ত)
 
 
১.
ওগো মনের মানুষ
         আজ রাতে প্রদীপ্ত চাঁদ হও তুমি
                              ঘুমোতে যেও না
এসো ঘুরে ঘুরে নাচি
        যেভাবে তারারা ঘোরে মাথার ওপর
                               ঘুমোতে যেও না
আমাদের জাগরণ দীপের মতন
এসো আজ রাতে তার আলোক ছড়াই
                                ঘুমোতে যেও না
 
২.
খেয়েছে আমার মাথা প্রথমে সে অজস্র রূপের ছটায়
অন্তিমে পুড়িয়েছে হাজার আগুনে
খেলেছে আমাকে নিয়ে — যেন তার প্রিয় গুটি আমি
গলে গিয়ে সে হয়েছি যেই
                    আমাকে খেলার থেকে তাড়িয়ে দিয়েছে
 
৩.
তোমার রয়েছে মন জানো না তুমিই
                    ফলত পড়েছ ধরা শরীরের ফাঁদে
জাগো, জেগে উঠে দ্যাখো
                     বন্ধু রয়েছে এক তোমার ভিতর
তোমার মগজ বলে শরীরের কথা
                      আসলে আত্মা আছে চেতনার মূলে
 শরীর পেরোলে তার সন্ধান পাবে
                      তিনি সব সবটুকু সবটা তিনিই
 
৪.
আজকে বেরোব পথে দীর্ঘ অলস এক পদচারণায়
আমার করোটি দিয়ে বানিয়ে পেয়ালা
                                   নিবেদন করব মদিরা
নেশাতুর হেঁটে যাব শহরের পথে
একজন জ্ঞানী মানুষের সন্ধানে
               মত্ত করব আর পাগল করব বলে তাকে
 
৫.
স্তব্ধতা শেখো
কেননা এ-কথাখানি জেনে রাখা ভালো
শব্দের তৃষাতুর বসুন্ধরাও
নীরব ভুবন থেকে অক্ষর শেখে
 
*******************************
রসুল শামস্ (Rasoul Shams)-এর করা মূল পারসিক থেকে ইংরেজি অনুবাদ রুমি : দ্য আর্ট অফ লাভিং  নামের বই থেকে কবিতাগুলি ভাষান্তরিত হয়েছে। প্রকাশক : রুমি পোয়েট্রি ক্লাব, সল্টলেক সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রকাশকাল : ২০১২।
 
অচিন মিত্র 
কবি, গল্পকার প্রাবন্ধিক। পেশায় দর্শনের অধ্যাপক, নেশায় ভ্রামণিক। একাধিক পদযাত্রা ও সাইকেলে দক্ষিণ ভারত ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে ঝুলিতে। প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা দশ। রুমি-র কবিতার ভাষান্তরগ্রন্থ প্রকাশিত হয়েছে চারটি। বর্তমান কবিতাগুলি তাঁর প্রকাশিতব্য প্রেমের পঞ্চাশ : রুমির কবিতা  ৪  -এর অন্তর্ভুক্ত। একাধিক সাহিত্য পুরস্কারে ভূষিত। প্রিয় ব্যক্তিত্ব জালালউদ্দিন রুমি এবং সক্রেটিস। সম্পাদনা করেন অনিয়মিত পত্রিকা স্রোতস্বিনী।
 
==================