You are currently viewing বিপ্লবী লেখক সোমেন চন্দ-এর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

বিপ্লবী লেখক সোমেন চন্দ-এর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

বিপ্লবী লেখক সোমেন চন্দ-এর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

বৃটিশ ভারতের পূর্ববাংলার নরসিংদি জেলায় ১৯২০ সালের ২৪ শে মে সোমেন চন্দ জন্মগ্রহন করেন। ১৯৩৬ সালে পগোস স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন ভর্তি হোন ঢাকা মিটফোর্ড হাসপাতালে। ছাত্রজীবনেই তিনি মার্কসবাদী রাজনীতি এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত হোন। তিনি প্রগতি লেখক সংঘের সাথে যুক্ত হোন এবং ফ্যাসীবাদবিরোধী লড়াইয়ে সামিল হোন। ১৭ বছর বয়েসে তিনি রচনা করেন প্রথম উপন্যাস “বন্যা।”  তিনি অনেক ছোটগল্প, নাটক ও নিবন্ধ লিখেন যা “সোমেন চন্দ ও তার রচনা সমগ্র” গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে মে ৪, ২০১৮ সালে।  তাঁর গল্প বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

১৯৪২ সালের ৮ই মার্চ ফ্যাসিবাদবিরোধী মিছিলে হামলা করে তাঁকে হত্যা করে ফ্যাসিস্ট গুন্ডাবাহিনী।