You are currently viewing বাংলার অর্গানিক বাঁশিঅলা জসিম উদ্দিন মণ্ডল

বাংলার অর্গানিক বাঁশিঅলা জসিম উদ্দিন মণ্ডল

বাংলার অর্গানিক বাঁশিঅলা জসিম উদ্দিন মণ্ডল

অবশেষে আমাদের সংশয় সত্য প্রমাণিত হলো। জসিম উদ্দিন মণ্ডলের মতো প্রান্তিক জনগোষ্ঠী থেকে দীর্ঘ লড়াই-সংগ্রামের ভেতর দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে অর্গানিক নেতৃত্ব হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে লেখার মতো কলম পাওয়া যায় নি। বাংলাদেশের বামপন্থী রাজনীতির নেতৃত্ব দখল করে আছে উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। জসিমউদ্দীন মণ্ডল সেখানে যেনো বেমানান। তাঁর সহযাত্রী ও সমচিন্তার অনেক সক্রিয় এবং নিস্ক্রিয় ব্যক্তিবর্গের কাছে আমরা দিনের পর দিন ধর্ণা দিয়েছি-প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু তাঁর কর্ম ও সংগ্রাম নিয়ে লেখার মতো তথাকথিত কোনো “তাত্ত্বিক বিপ্লবীদের”কাছ থেকে সাড়া পাইনি। আমরা উপলব্ধি করেছি যে, দলকানার এই পোড়া দেশে দলের উর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান বিচার করে উদারতা দেখানোর মতো ভব্যতা আমরা অর্জন করতে পারিনি।

আমাদের আয়োজনটি সফলভাবে উপস্থাপনে আমরা ব্যর্থ হয়েছি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে কয়জন উদারচেতনার মানুষ জসিম উদ্দিন মণ্ডলকে নিয়ে লিখে আমাদের সঙ্গ দিয়েছেন এবং তাঁর সম্মানে কলম ধরেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

লিখেছেনঃ

আনোয়ার কামাল

লাবণী মণ্ডল

আলী সিদ্দিকী

মিলটন বড়ুয়া

নূরুচ্ছাফা ভূঁইয়া