You are currently viewing প্রত্যয় ও প্রত্যাশা

প্রত্যয় ও প্রত্যাশা

প্রত্যয় ও প্রত্যাশা
যাত্রারম্ভ সংখ্যায় পাঠকের প্রভূত ইতিবাচক বিবেচনা ও সমর্থন অর্জন করে মন-মানচিত্র সেপ্টেম্বর সংখ্যার প্রস্তুতি নিচ্ছে। আমাদের আহবানে সাড়া দিয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সৃষ্টিশীল মগ্নতায় নিবেদিত লেখকগণ তাঁদের শ্রমসাধ্য লেখা আমাদেরকে পাঠিয়েছেন, এখনও পাঠানো অব্যাহত আছে। এতে আমরা যারপরনাই আনন্দিত এবং অনুপ্রাণিত বোধ করছি। এক্ষণে তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা ঠাসবুননের কবিতা যেমন খুঁজছি, তেমনি প্রত্যাশা করছি কবি ও কবিতার উপর নৈর্ব্যক্তিক পর্যালোচনা- যা আবেগনির্ধারিত না হয়ে বরং শৈল্পিক দর্শনের আলোকে বিশ্লেষিত হবে। একইভাবে আমরা চাইছি জীবননিষিক্ত পটভূমির অন্তর্মূলের বাস্তবতায় রচিত কথাসাহিত্য; অন্বেষা করছি গদ্যের নির্মোহ বোঝাপড়া। ছিঁচকাঁদুনে লেখার বাইরে নিরাপোষ সৃজনশীল লেখালেখি ও চিন্তার প্রসূনে আমাদের পথ রচনা করে নিতে চাই।