You are currently viewing প্রকৃতিপাঠ – আবদুল বাতেন

প্রকৃতিপাঠ – আবদুল বাতেন

কিচিরমিচির কথা কয় পাখি
লতাপাতায় রোদ মাখামাখি
সোনা রোদ
পোয়াতি হ্রদ
জুড়ে মাছের যা দাপাদাপি

লম্বানদীটা নারীর বেণীর মত
নীলাকাশে ঈগল কী ক্রমাগত
উড়ে উড়ে
ঘুরে ঘুরে
জলজোয়ারে খোঁজে স্বপ্ন শত

টিপটাপ বৃষ্টির বকুল সুবাস
শুঁকেশুষে নাচে চড়ুই রাজহাঁস
নাচে শিশু
পেয়ে ইস্যু
ব্যাঙবিয়ের উৎসব চারিপাশ