You are currently viewing নূপুর চৌধুরী’র কবিতা

নূপুর চৌধুরী’র কবিতা

নূপুর চৌধুরী’র কবিতা

 

হায় মানবতা

—————

(শ্রীলংকার বোমা হামলায় নিহতদের স্মরণে )

চিতার আগুন জ্বলছে শ্রীলঙ্কায়

মধ্যযুগীয় নয় আধুনিক কায়দায়,

মানুষ মারার যন্ত্র ।

মৃত্যু এক কঠিন অসহ্য যন্ত্রনা,

আবার শিশু মৃত্যু , প্রচন্ড ভয়াবহ,

অস্বাভাবিক মৃত্যু কখনও সুখের নয় ।

শান্তি , সভ্যতা , মানবতা

এটাই ত ধর্ম ।

সভ্যতার বিবর্তনে বানর হয়ে ওঠে মানুষ,

বানর পোষ মানে , মানুষ তার ব্যতিক্রমী,

আবার সময়ে মানুষ বন্য হয়ে ওঠে মহুর্তে,

এইভাবে ———

ধর্মই যদি খুনাখুনীর পথে ঠেলে দেয় ,

এই কোন্ ধর্ম, কেন এই ধর্ম,

কার জন্য —-

মানিনা — মানিনা ।

গোটা বিশ্ব ধর্ম নামক জ্বরে আতংক ।

হে মানবতা,

বড় বেশী প্রয়োজন —

তোমাকে ।

সুতীব্র চিৎকারে প্রার্থনা করি তোমাকে,

দেখা দাও,

দেখা দাও একবার ।

হায় মানবতা,

হায় মানবতা ।।

 

অনু কবিতা

———————

খরস্রোতা নদীর শব্দ ভাঙ্গনে,

পানির আহাজারীতে

কবিতার শব্দরা গলে যায়,

অভুক্ত মানুষের হাহাকারে,

আঁকিয়েদের তুলির আঁচরে

রংয়ের পাহাড় হয়ে যায়,

আগুন্তুকের হামলায় —

আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা

ধনুকের মতো বিধেঁ এখনো

ধনুকের মতো বিধেঁ এখনো ॥

 

নীল পদ্ম

—————-

আগুন ঝরা রক্তে, স্বাপ্নিক বর্ণিল পথে

একা হেঁটে চলেছি দুর এক অজানায়,

আশ্চর্য্য সুন্দর পৃথিবীতে দেশ আমার-জন্ম হয়েছে অনাবিল রক্তক্ষরণের প্রাপ্তিতে।

ঐ দুর থেকে তাকিয়ে আছে সগৌরবে

নীল পদ্ম আকাশে,

তাকে ছোঁবার সাহস করতে পারিনি ইহজীবনে ,

আর কখনো যে হবে, তা হলফ করে বলবার যোগ্যতাও নেই ।

দেখতে দেখতে পন্চাশ বছর পেরিয়ে গেল

কারও কিচ্ছু যায় আসে না,

কিন্তু —

যা হবার তা হয়েছে ! আশ্চর্য হবার কিছু নেই।

কি হয়েছে ভাবুন একবার —-

বোতলে পানির রংটা বদলেছে, বোতলটা যেমন ছিল ! ঠিক তেমনই আছে !

ইতিহাসের পাতায় —

ইসলামিক রাষ্ট্রের তকমাটা প্রাসঙ্গিক,

অপ্রাসঙ্গিক ধর্মনিরপক্ষেতা।

ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং তার সাথে স্কুলে পাঠও নিয়েছি মানবতা’র

তখন –

‘মানবতা’ বলে শব্দটা বাংলা অভিধানে খোধাই করা ছিল,

বদজ্জাতের অশেষ কৃপায়

শেষমেষ ঘষে তুলে দিল বাংলা অভিধানের খোদাই করা শব্দটা !

এরপর আস্তে আস্তে আলোর প্রদীপ

নিভু নিভু করে জ্বলছে —

কখন আবার ধপ করে নিভে যায়

সেই আশঙ্কায় দিনগোনা,

সেই আশঙ্কায় দিনগোনা॥

 

অনুভূতির অনুরণন

———————————-

কি কথা

কত কথা

এমন কথা

কার সাথে,

ফোনে ফোনে

চুপি স্বরে

সারারাত ধরে

প্রভাতে প্রভাতে।

না জানি

আবার

এ দিন – – –

আসবে কবে ?

এইভাবে – –

এ ভাবে

ডুবে যেতে যেতে

তোমাতে আমাতে ।

==================