You are currently viewing নাহিদ হাসানের কবিতা- ব্রহ্মপুত্র ইন

নাহিদ হাসানের কবিতা- ব্রহ্মপুত্র ইন

নাহিদ হাসানের কবিতাব্রহ্মপুত্র ইন

ব্রহ্মপুত্র ইন -১
……………..

একদিন ওই পাড়ে যাব।
ঘাসে ও শিশিরে আর মেঘে আর মহিষে সাক্ষাৎ হবে বলে দিলাম। সাদা দুধে আবার পবিত্র হব।

তোমাদের হারিয়ে ফেলা বন ফিরবে আবার। পাখিও ফিরবে, ফিরে এসো চাকা।

দেখিস একদিন পালতোলা বজরা চলে আসবে ঠিক।
একদিন এই পথে রবীন্দ্রনাথ গেছেন, আমরাও যাব।

ব্রহ্মপুত্র ইন -২
……………

বাঘাড় মাছের মত ডোরাকাটা দাগ নিয়ে দেখা দেব কসম।
শুশুকের মত হুটোপুটি খাব প্রিয়তমা কৈশোর আমার।
পালতোলা নাওয়ের মত নরম তোমার যাত্রাপথ,
হিমালয়ের নরম পলি যেভাবে পড়ে ব্রহ্মপুত্রের বুকে, এরকম নয়।

ওপাড়ে আসাম, মওলানা ভাসানি। ওপাড়ে পাহাড় ওপাড়ে কামাক্ষা মন্দির।
ওপাড়ে শরৎকাল!

ব্রহ্মপুত্র ইন-৩

ওপাড়ে জাগছে সূর্য। এপাড়ে জীবন?
চাষীর নজর থেকে নরম পলির মায়া মুঁছবে না যেমন
আমিও তোমার কাছে ফিরব প্রিয়বরেষু আমার

ভুল বানানেই মেসেজ দিও হে কৈশোর
হে আমার ভুল। বুদ্ধের সাধনা নিয়ে তোমার কাছেই যাবো।

ব্রহ্মপুত্র ইন-৪

চরে চরে ছড়ায়ে পড়ছো মেঘ, ও আমার মেঘমালা।
ধুমকেতুর গতিতে ছুটে ছুটে যাচ্ছে খেয়া নৌকা শিক্ষিকা সমেত।
সীমান্তের ওপাড়ে পাহাড়, তারই তলায় গিয়ে ফুরাচ্ছে কবিতা।

আমাদের আর কামাক্ষা মন্দিরে ওঠা হচ্ছে নাকো!

ব্রহ্মপুত্র ইন-৫

হে আমার শিকারী জীবন, হে পঞ্চ ইন্দ্রিয়ময়তা, তুমি ফেরো।
ফেসবুক থেকে ফিরে দুহাতে জড়ায়ে চাই
চিতল মাছের মত শুয়ে উজান পেরোতে চাই
হে আমার ইস্কুল-কলেজ, অক্সফোর্ড-হার্বার্ড, হে কাগুজে জীবন, তোমারে ওয়াআলাইকুম বলতে চাই।

পৈরালি মাছের কোলায় কোলায় বেড়ে ওঠা জীবন, ব্রহ্মপুত্রের গাম্ভীর্য, তুমি ফেরাও আমারে।