You are currently viewing নবারুণ ভট্টাচার্য: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

নবারুণ ভট্টাচার্য: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

নবারুণ ভট্টাচার্য: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
নবারুণ ভট্টাচার্য (২৩ জুন ১৯৪৮ – ৩১ জুলাই ২০১৪) ছিলেন বাংলা সাহিত্যের আপাদমস্তক এক বিপ্লবী কবি ও কথাসাহিত্যিক। শোষণমুক্ত সমাজের পক্ষে তার কলম ছিলো সোচ্চার।   তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) গ্রহণ করেছেন। হারবার্টকাঙ্গাল মালসাট  ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।
স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দের ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা পরিচালনা করেন। একসময় দীর্ঘদিন তিনি ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করেছেন।

নবারুণ ভট্টাচার্য ২০১৪ সালের ৩১ জুলাই আন্ত্রিক ক্যান্সারের কারণে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কাব্যগ্রন্থ

  • এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (১৯৮৩)
  • পুলিশ করে মানুষ শিকার (১৯৮৭)
  • রাতের সার্কাস

ছোটগল্প

  • হালাল ঝাণ্ডা (১৯৮৭)
  • নবারুন ভট্টাচার্যের ছোটগল্প (১৯৯৬)
  • নবারুন ভট্টাচার্যের শ্রেষ্ঠ গল্প
  • ফ্যাতাড়ুর কুম্ভীপাক
  • ফ্যাতাড়ুর বোম্বাচাক
  • ফ্যাতাড়ু বিংশতি

উপন্যাস

  • হারবার্ট (১৯৯৩)
  • যুদ্ধ পরিস্থিতি (১৯৯৬)
  • অটো ও ভোগী
  • ফ্যাতাড়ু ও চোক্তার
  • কাঙাল মালসাট
  • মবলগে নভেল
  • খেলনা নগর
  • লুব্ধক (২০০৬)

অন্যান্য

জোড়াতালি (২০১৭)

চলচ্চিত্র 

নবারুণ ভট্টাচার্যের উপন্যাস হারবার্ট অবলম্বনে পরিচালক সুমন মুখোপাধ্যায় তার হারবার্ট চলচ্চিত্রটি নির্মাণ করেন। ২০১৩ সালে তার ফ্যাতাড়ু সম্পর্কিত উপন্যাস কাঙাল মালসাট চলচ্চিত্রায়িত হয়।

পুরস্কার

  • সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৩)
  • বঙ্কিম পুরস্কার
  • নরসিংহ দাস পুরস্কার

 

কালবেলা
নবারুণ ভট্টাচার্য
যুবকেরা গেছে উৎসবে
যুবতীরা গেছে ভোজসভায়
অরণ্য গেছে বনানীর খোঁজে
গরীব জুটেছে শোকসভায়।
গয়নারা গেছে নীরব লকারে
বন্যপ্রাণীরা অভয়ারণ্যে
বিমান উড়েছে আকাশের খোঁজে
গরীবরা শুধু হচ্ছে হন্যে।
পুরুষেরা গেছে নিভৃত মিনারে
গর্ভবতীরা প্রসূতিসদনে
কুমিরেরা গেছে নদীর কিনারে
গরীব জমছে নানা কোণে কোণে।
বিপ্লব গেছে নেতাদের খোঁজে
যুবকেরা গেছে উৎসবে
যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে
গরীবের হায় কী হবে?