You are currently viewing নতুন হাইকু/  রহিমা আখতার কল্পনা

নতুন হাইকু/ রহিমা আখতার কল্পনা

১.       চাঁদ-বাসর

রাত্রি সুরভিত

   প্রেমিক বর।

২.      খনার জিভ

কেটেছো, তবু বাণী

               চিরঞ্জীব।

৩.      খনার বাণী

অমোঘ সত্যের

      উৎস মানি।

৪.      তালপুকুর

ডোবে না ঘটি, তবু

          জল-মুকুর।

৫.      সব গরল

জীবন-নদীজলে

          বিষ তরল।

৬.     ডেকেছে নিশি

খুলেছে মুখচাপা

     সুবাস-শিশি।

৭.      সরাইখানা

রাতের অতিথিরা

    চেনা বেগানা।

৮.      ভরা বাদর

মোহিনী কমলিনী

                  যাচে আদর।

৯.      শ্রাবণধারা

প্রেমে ও পরিতাপে

       আকুল সাড়া।

১০.    বুনেছি বীজ

এ ভরা বরষায়

  ত্রুটি খারিজ।

১১.     শাপলা হাসে

কিশোরী ভীরুবুকে

           স্বপ্ন ভাসে।

১২.    বানের জল

ছুঁয়েছে ভিটামাটি,

        মারণ-ছল।

১৩.    কলার ভেলা

 তাতেই সংসার,

     এ নয় খেলা।

১৪.    কালো আকাশ

নিচেও কালো জল

       মরণ-ফাঁস।

১৫.    মধু-যামিনী

জাগর নরনারী

ফোটে কামিনী।

১৬.   আলাপী ব্যাঙ

ধরণী জল-ঘর

ছোঁড়ে সে ঠ্যাঙ।

১৭.    ভরা বাদর

উছল দেহ ভরা

    কামনা-জ্বর।

১৮.    আকাশ নীল

বাতাসে জলকণা

বন সুশীল।

১৯.    কাঁদে বাতাস

মানুষ বানভাসি

     মনে হুতাশ।

২০.    আঁধার ঘোর

ডাকে মেঘ-ডমরু

       সজাগ চোর।

২১.    অনীহ দায়

সময় গুরুভার

  শেকল পা’য়।

২২.   ছাদ-বাগানে

পাখিরা ডেকে ডেকে

 সকাল আনে।

২৩.   উছল জল

জীবিত বানভাসি

মৃত সকল।

২৪.    মন না মতি

চপল পুরনারী

 চলে কু-গতি।

২৫.   বিলাপী ভোর

কী হবে দিনমান

      ভয়-বিভোর।

২৬.   মুজরো গান

পলকে হেসে ওঠে

        মন-বাগান।

২৭.    যাত্রা পালা

অভাবী রাতে জ্বালে

                  জ্যোতির মালা।

২৮.   বুকে কাঁপন

বাতাস বিপরীত

     বুঝেছে মন।

২৯.   লাভের গুড়

খাবার লোভে ঘোরে

         চোর চতুর।

৩০.   সিঁধেল চোর

শরীর তেলমাখা

      রাত্রি ভোর।

৩১.    শঙ্খলতা

মুখর জামদানী

   শাড়ির কথা।

৩২.   করোনা হাসে

মানুষ হৃতবল

       সর্বনাশে।

৩৩.   ছলা-পুরুষ

আড়ালে পরকীয়া,

        কাঁটা কুরুশ।

৩৪.   তসবি দানা

 প্রভুর নাম জ’পে

      মাগছি ফানা।

৩৫.   লাঙল বাই

জমিতে বীজ বুনে

        দোষ কাটাই।

৩৬.   বাঁজা জমিতে

 বীজের ওম নাই

   ফলে না রীতে।

৩৭.   শেকড়ে ক্ষয়

দুলছে ডালপাতা,

      প্রাণ সে নয়।

৩৮.   ত্বরিত ক্রোধ

মগজ দিশেহারা

      অবশ বোধ।

৩৯.   জীবন-ঢুলী

বাদনে বলে তার

       বেদনা-বুলি।

৪০.    কপাল-ফের

বাঘেরা চুমু খায়

      হরিণীদের।