You are currently viewing দুটি কবিতা/ আলী সিদ্দিকী

দুটি কবিতা/ আলী সিদ্দিকী

Ali Siddiqui

Humans and clouds, on a rainy day

Transliterated from Bangla: H B Rita

You don’t have wings; so do humans-

The wind still blows on you

Tittle-tattle, whispering

Misguided the existence and;

The thinking process of the Brain;

But these are all forgotten issues!

Clouds have no houses; humans have-

The rain, child of the clouds; falls on the land

Rain song is life glory worship –

A warm heart,

In love and dissociation

Humans and clouds are indifferent;

On a rainy day,

Humans do not have wings,

Clouds have a flying style

The human mind is the unfamiliar companion;

of the moving clouds.

 

মানুষ মেঘ, বৃষ্টিদিনে

আলী সিদ্দিকী

তোমার পাখা নেই, মানুষের থাকে না-

হাওয়া তবু তোমার উপর ভর করে উড়ে।

কান কথা-কানে দেয়া কথামৃত-

নড়ে যায় কলকব্জা

মগজ আর মননের

আলগোছে হয়ে যাও সব বিস্মৃত।

ঘরবাড়ি নেই মেঘের, মানুষের আছে-

মেঘের সন্তান বৃষ্টিরা ভূখন্ডে ঝরঝর ঝরে।

বৃষ্টির গান-জীবনমহিমা বন্দনা-

উষ্ণীষ কোমল মন

প্রণয়ে আর বিরহে

বৃষ্টিদিনে মানুষ ও মেঘ আনমনা।

পাখা নেই মানুষের, মেঘের আছে উড়ালভঙ্গি

মানুষের মন হয় ছুটন্ত মেঘেদের অচেনা সঙ্গি।

 

I am still with you

Transliterated from Bangla: H B Rita

Your voice was telling me to get lost, getaway

And said that there are so many mountains, ravines,

Deep jungles, seas, and oceans in the world –

So, somewhere or somehow;

Runaway, get lost.

As you uttered and said,

There are so many deserts and plateaus all over the world,

And there are so many haunted,

As well as the abandoned town of vampire –

Pick any of them and run away, get lost.

You were constantly repeating the same word and telling me;

There are so many large cities in the world,

Forests that belongs to millions of people,

Buildings that are made of brick and stone,

Also a lot of alleys-

Just get lost or hide in any of the cities!

As I was getting lost,

I went to the forest

And ran into the desert with trampled the hot sand;

I have gone to the Mortuary and to the city of the woods!

I am running endlessly globally –

And realize, after losing myself; still;

I remained with you!

 

তোমার কাছে রয়ে গেছি

আলী সিদ্দিকী

তুমি বলেছিলে হারিয়ে যেতে, পালিয়ে যেতে।

বলেছিলে পৃথিবীতে এতো এতো পাহাড়, গিরিখাদ,

তুমুল ভীষণ গহীন জঙ্গল, সাগর আর মহাসাগর—

কোথাও না কোথাও তুমি

পালিয়ে যাও, হারিয়ে যাও।

বলেছিলে, পৃথিবী জুড়ে কতো কতো ধূ ধূ মরুভূমি

আর মালভূমি আছে, আরো আছে কতো কতো ভুতুড়ে

আর পিশাচ সংকুল পরিত্যক্ত জনপদ–তাদের যে

কোন একটায়

পালিয়ে যাও, হারিয়ে যাও।

পই পই করে বলেছিলে, দুনিয়ায় এতো এতো

বড়ো বড়ো শহর, লক্ষ কোটি মানুষের অরণ্য

ইটপাথর আর লোহার বিশাল সব অট্টালিকা

কতো কতো গলি কানাগলি- যেকোনো শহরে

হারিয়ে যাও, লুকিয়ে যাও।

 

হারিয়ে যেতে কতো কতো বন-জঙ্গলে গেলাম, তপ্ত

বালুকণা মাড়িয়ে ছুটে গেলাম মরুভূমিতে,

গেছি কতো যে মৃত্যুপুরী আর শহরের অরণ্যে,

ছুটেছি অবিরাম বিশ্বময়-নিজেকে হারিয়ে দেখি

বরাবর তোমার কাছে রয়ে গেছি।

 

আলী সিদ্দিকী। চট্টগ্রাম শহরে, ১৯৬১ সালে। শিক্ষাজীবন কেটেছে রামপুর প্রাথমিক বিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাইস্কুল, সরকারী সিটি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে মাষ্টার্স। এছাড়া যুক্তরাষ্ট্রের ডেভরাই ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের উপর মাষ্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায় বসবাস করছেন এবং বেসরকারী সংস্থায় কর্মরত আছেন।

নব্বইয়ের দশকে সামরিক শাসনপীড়িত সময়ে এবং গণতান্ত্রিক সংগ্রামের আবহে মূলধারার সম্পৃক্ততায় কবিতা ও কথাশিল্পের ভুবনে বিচরণ শুরু। শেকড়ঘনিষ্টতা, জাগৃতি, বোধ আর মননের নিগূঢ়তায় গড়ে তোলেন কাব্যবোধের জীবনসম্পৃক্ততা। মানবজীবনের বিভিন্ন স্তরের মানুষের বিচিত্র সম্পর্কের গ্রন্থি- আন্তঃব্যক্তিক সম্পর্ক, ব্যক্তি ও সমাজকেন্দ্রিক মানবিক মূল্যবোধ, প্রাত্যহিক জীবনের দ্বান্ধিকতা তার লেখনীর প্রতিপাদ্য বিষয়। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জটিল ও দুঃখময় জীবন সংগ্রাম তার গদ্যের জীয়নকাঠি। ধর্মীয় কুপমুন্ডকতা, অন্ধত্ব আর অমানবিকতার বিরুদ্ধে এবং প্রগতিশীল মানবিক মুক্তচিন্তার স্বপক্ষে সোচ্চার তার লেখনী। সুদীর্ঘ সময় মুক্তবুদ্ধির র্চ্চায় সম্পৃক্ত থাকলেও প্রথাবিরোধী লেখক হিসেবে তিনি বরাবরই প্রচারবিমুখ।

প্রকাশিত গ্রন্থসমূহ হলোঃ

১. শঙ্খসোহাগ (গল্প-শৈলী প্রকাশন, ২০০০)
২. নীলমনি (গল্প-পূর্বা প্রকাশন ২০০২)
৩. আসুন, সত্যবাদীদের অভিনন্দন জানাই (প্রবন্ধ-সন্দেশ প্রকাশন ২০০৪)
৪. প্রলম্বিত আঁধার (উপন্যাস-সন্দেশ প্রকাশন ২০০৫)
৫. রাজেশ্বরীর দায় (গল্প-বলাকা প্রকাশন ২০০৬)
৬. তিমিরানন্দে বাংলাদেশ (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৬)
৭. পলিমাটির পাঁচালী (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৯)
৮. মেঘদ্রোহী সূর্যসখা (কবিতা-বলাকা প্রকাশন ২০১০)
৯. প্রতিপক্ষকাল (উপন্যাস-বেহুলাবাংলা ২০১৭)
১০. মনোময় (কবিতা- বেহুলাবাংলা ২০১৯)
১১. ঘোরবন্দী (গল্প-শুদ্ধপ্রকাশ ২০১৯)
১২. অন্ধশিকার (গল্প- পাঞ্জেরী ২০২০)
১৩. ষষ্ঠশরের গীত (কাব্যগ্রন্থ-খড়িমাটি ২০২১), এবং
১৪. মায়াকাঞ্চন মালীর পৌরাণিক উনুন (কাব্যগ্রন্থ- আপন আলো ২০২১)