You are currently viewing দুইটি কবিতা || জারিফ আলম

দুইটি কবিতা || জারিফ আলম

দুইটি কবিতা || জারিফ আলম

 

কামরূপ কামাখ্যা

দূরত্বের কাছে হারিয়ে গেছে কিছু অবিমিশ্রি সময়

সেখানে একটি কাদম্বিনী রাত আমাকে জাগালো।

অনেকদিন হলো কোনোকিছু লেখা হয় না আর

কতোদিন নিজেকে হারিয়ে তোমার ভেতরে খুঁজেছি

বিলুপ্তপ্রায় কয়েকটি জোনাকির গল্পে-

সেখানে আলোর কোনো বাজনা বাজে কি-না

এমন অনুসন্ধানী কয়েক জোড়া চোখ

পাহারা দিচ্ছে ঝুলে থাকা মুহূর্তের।

নিশাচর চোখে কী করে নেমে আসে পদ্যময় রাত

এখন খুব বেশি দূরে নয় কামনার অলিগলি।

অবারিত কিছু হাতছানি নিজস্ব নিয়মে

বিপন্নতার দিকে ডাকছে প্রতিদিন।

 

হৃদয় শিকারি

সংসারের বিস্তর হিশেব জমেছে আমাদের

যে কোনো অন্ধকার যে কোনো আলো

না বুঝেই মেখে নিতে পারি অবলীলায়।

জাগতিক অনেক কথার ভিড়ে

কিছু গভীর আর কুটিল রহস্য থেকে যায়।

রাত্রির গল্প এখন ভাঁজ না খুলেই বুঝেছি

কয়েকটি কথার নিষ্কম্প হাতে যে রেখাটি

শিখিয়ে পড়িয়ে নিচ্ছো সভ্যতার নামে

সেখানে দায় এড়াবার সুযোগ নেই।

বহুদিনের এই ক্ষত জমতে জমতে

অনেক বিষয় মেলে না আজকাল।

কিছু অমীমাংসিত বিজ্ঞাপনে লেখা থাকে-

প্রবল কোনো হৃদয় শিকারির নাম!

===================