You are currently viewing ত্রয়ী/ আলী সিদ্দিকী

ত্রয়ী/ আলী সিদ্দিকী

ত্রয়ী/ আলী সিদ্দিকী

 

না- আমার স্বদেশ না

আলোখেকো পোকাদের শরীর হচ্ছে ঢাউস

গিলে নিচ্ছে তোমার অস্থিমজ্জা সারাৎসার

নিস্প্রভ হয়ে আসছে তোমার আলোর চো

বিবর্ণ দশ আঙুলে ধবনিত তীব্র হাহাকার।

 

চোখের নিচে জমা হওয়া দাগ হচ্ছে বিস্তৃত

ক্বলবের ভেতর জেগে উঠছে কালোপাহাড়

চুপসে যাওয়া শিরার ভেতর বাজে কর্কটক

তোমার দ্যুতি এখন হচ্ছে পোকার আহার।

 

আলোখেকো পোকায় ভরেছে তোমার মন

মগজের ভেতর কিলবিল হিংস্র সব হায়েনা

নিস্পন্দনের সমারোহে বেড়েছে দানব দায়

নিস্প্রভ এই জনপদ না- আমার স্বদেশ না।

 

ক্ষুধা

আকাশের ক্ষুধা মিটে গেলে

পৃথিবীতে হয় জলোচ্ছ্বাস

জীবনের ক্ষুধা মিটে গেলে

হৃদয় জুড়ে শুধু দীর্ঘশ্বাস।

 

প্রেমাক্ষয় 

ছায়া খেয়ে খেয়ে বেঁচে আছে যে কায়া

অক্লেশে তুমি চুষে নিলে নিরেট হৃদয়

কায়াহীন কারাগারে ফোঁপায় নৈঃশব্দ্য

হৃদয় পোড়া ছাইয়ে খোঁজো প্রেমাক্ষয়।

********************************