You are currently viewing তিনটি কবিতা>  শিলু সুহাসিনী

তিনটি কবিতা>  শিলু সুহাসিনী

তিনটি কবিতা

 শিলু সুহাসিনী

 

অনুধাবন 

হারিয়ে যাবো না বলে

হারিয়ে বসে আছি সব

লেখার কলম, প্রিয় চারকোল!

প্রিয় শহরের অলিগলি

প্রিয় চেনা মুখ

কিছু বা অচেনা, আলাপে উৎসুক।

প্রিয় লক্ষ্যা, চিরচেনা ঘাট

ব্যস্ত সময়ে অযথা উৎপাত

হঠাৎ কিংবা চলছে নিরবধি-

এভাবেই চলে যাচ্ছে

চলে যাবে শেষ অবধি!

তবুও

আড়ম্বরি কত কপট উৎসব

কত অজুহাত

অবাধ্য হওয়ার কত কত সাধ-

লড়াই, চড়াই-উতরাই

পার হয়ে ক্লান্ত শরীর

বিশ্রাম নিতে চায় লাশকাটা ঘরে।

অথচ ঘর টানেনি যাকে

ছিন্নভিন্ন হওয়ার আশায়

পড়ে থাকে অপেক্ষার প্রাচীরে!

 

হৃদয় বয়ান

কী চেয়েছিলে তুমি সমুদ্দুর?

তোমার জলে ডুবে মরি!

তোমাতেই মিশে হই একাকার !

কী আছে তোমার দেবার-

তিন ভাগ নোনা জল ছাড়া!

আর?

গভীরতা!

সে কি হৃদয়ের ক্ষত থেকেও গভীর?

গর্জন!

সে কি নিরবতার চেয়েও শব্দময়?

তরঙ্গ-শঙ্কুল!

সে কি ভালোবাসার চেয়েও আন্দোলিত?

 

স্মৃতিমেদুর

লক্ষ্যাপারের বৈঠাগুলো

ঢেউ কেটে যায় ওই-

ঢেউগুলো কি আমায় খোঁজে?

আজ আমি আর কই!

আজ আমি কই, আজ আমি সই

আজ আমি রই দূরে

পরদেশী কি আমার খোঁজে

লক্ষ্যাপারেই ফিরে!

আমার মরা নদী

ভেঙে আবার গড়ে

আট প্রহরই তারে দেখি

নতুন জাগা চরে।

শীতলক্ষ্যা রাইখো তারে

যতন করে তুলে

আসবো ফিরে আবার আমি

ভরা নদীর কূলে।।

=*=*=*=*=*=*=*=*=*=