You are currently viewing তিনটি কবিতা/ ইফতেখার ইনান

তিনটি কবিতা/ ইফতেখার ইনান

ইফতেখার ইনান

নিশিতে পাওয়া 

 

রাত নেমে আসে তার সাথে তুমি আসো

শুধু এই আগমনটুকু যায় বোঝা,

কোথায় নাযিল হলে বোঝা দায়, খোঁজা-

খুঁজি করে বাড়ে রাত, তোমার তিয়াসও।

 

তোমারে প্রতিমা মনে করে আলোকিত

অবয়ব খুঁজে গেছি অথচ প্রকৃত-

পক্ষে ছিল না এমত ভাবনা-ই সহী।

 

তুমি ছিলে কালো কালি দিয়ে লেখা ওহী।

 

কোজাগর

 

তুমি তথাগত, তুমি তথাগত

যে তিথি

সেথায় স্বাগত- হ‌ও পোষা ক্ষত,

জ্যামিতি

রাখো সোজা-স্থিত,

ঢাকো অযাচিত

আকৃতি,

তুমি পরাজিত হতে অ-রাজি তো-

 

জাগো হয়ে জাগৃতি।

 

তরিকত

 

তুমি যত দূরে থাকো

অত্যন্ত:পুরে সাঁকো,

সড়ক অথবা সেতু

কিচ্ছু যদি না রাখো –

 

যাব তবুও।

 

তুমি নবুওত-

ঈশ্বরের সান্নিধ্যের হেতু,

যেহেতু।