জুন গল্পভান্ডার- ১
বছরের মাঝামাঝি জুন মাসটিকে ঔজ্জ্বল্য প্রদানের উদ্দেশ্যে আমরা একটু বৈচিত্র্যপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছি। গত সপ্তাহে আমরা বিশেষ কবিতাসংখ্যা-এক প্রকাশ করেছি। চলতি সপ্তাহে প্রকাশিত হচ্ছে ‘গল্পভান্ডার – ১ এবং আগামী দুই সপ্তাহে পর্যায়ক্রমে কবিতাসংখ্যা -২ ও গল্পভান্ডার- ২ প্রকাশিত হবে।
আমরা নামের আদ্যাক্ষর দিয়ে লেখকক্রম সাজিয়ে থাকি। লেখকের সৃষ্টিকর্মই হলো তাঁর আইডেন্টিটি। পাঠকই হলো লেখকের একমাত্র বিচারক।
জুন গল্পভান্ডারে- ১ লিখেছেন ১২ জন গল্পকার:
আলী সিদ্দিকী – রাত্রিকথন
দিলশাদ চৌধুরী – প্রতিধ্বনির দিন
ফারুক মঈনউদ্দীন – একটি ফুলকে বাঁচাব বলে
ফয়জুল ইসলাম – দুই পয়সার মানুষ
মোহাম্মদ কাজী মামুন – খনিজ সম্পদ
ফজলুল কবিরী – অজগরের খোলস
নূরুদ্দিন জাহাঙ্গীর- অকর্মণ্য
নভেরা হোসেন – পাটকল
জুঁই মনি দাশ –ঈর্ষার ঘর সংসার
পলাশ মজুমদারের গল্প – পূর্ব প্রকাশের পর
পিওনা আফরোজ – কেবলই গল্প
প্রশান্ত মৃধা – যুধিষ্ঠিরের সঙ্গী
আশা করি গল্পসমূহ আপনাদের হৃদয়ে গল্পের প্রতি মহব্বতের দরোজা খুলে দেবে।