You are currently viewing জসিমউদ্দীন মণ্ডল সংখ্যা

জসিমউদ্দীন মণ্ডল সংখ্যা

জসিমউদ্দীন মণ্ডল সংখ্যা

 

কিছু মানুষ আছে উরগ- যারা বুক ঘষে চলে, কিন্তু উড়াল পদ্ধতির সাধ্য নেই তাদের পরাভূত করে; কেননা তারা অকৃত্রিম ও মৌলিক, তারা মন্থর কিন্তু সকলের চলার স্পন্দন তাদের অভিযাত্রায় অন্তরালের ছন্দ। বাংলার ভূরাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে জসীমউদ্দিন মণ্ডল এমনই এক নাম- যিনি প্রকৃত মহীরুহ, তাই দূর্বাঘাস- মাটিবর্তী, সহিষ্ণু ও সতত ডানার মানুষ- নমিত কিন্তু নিরাপোষ, রাজনৈতিক সংগ্রামী, অর্গানিক বুদ্ধিজীবী, মুক্তির মন্ত্রে অধোমুখ আর উচ্চশির।

মনমানচিত্র আগামী প্রকাশনা – জসীমউদ্দিন মণ্ডল সংখ্যা। আপনার ভাবুক ও নির্ঘুম মনের লেখাটি মনমানচিত্রে দিন।

 

লেখা পাঠানোর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২২

ইমেইলঃ monmanchitra@gmail.com