You are currently viewing গুচ্ছ কবিতা/ ফারহানা হোসেন

গুচ্ছ কবিতা/ ফারহানা হোসেন

গুচ্ছ কবিতা/ ফারহানা হোসেন
অসহায় ইউক্রেন 
চারিদিকে নিষ্পাপ শিশুর নিথর প্রাণ,
 ভূমি জুড়ে  লাশের তীব্র গন্ধ…
শত শত মায়ের বিদীর্ণ বুক আজ খালি,
সন্তানহারা মায়েরা শোকে কঠিন পাথর ।
মানবতার উপর একি নির্মম নির্যাতন,
শোকের মাতোম !
ইউক্রেনের আকাশে  বাতাসে আহাজারি
চিৎকার ..বাঁচার আর্তনাদ !
অবুঝ শিশুদের কন্ঠে- বাঁচতে চাই, বাঁচতে চাই ..
আর কত মানবাত্মার রক্তক্ষরণ হলে
রাশিয়া তুমি জিতবে;
তোমাদের মনের আগুন নিভে যাবে
কিংবা খুঁজে পাবে জাতির অস্তিত্বের শেকড় !!
শিশুদের চিৎকারে জেগে উঠুক পৃথিবী ,
প্রতিবাদে ক্ষিপ্ত হোক সকল শ্রেনীর মানুষ।
থেমে যাক জমিনের সকল বর্বরতা;
শান্ত হোক এই সাম্যের ধরিত্রী।
জয় হোক, জয় হোক মানবতার !!!
সুখে নেই…সুখ নেই
অনিন্দিতারা আজ খুব একটা সুখে নেই, দেখেছো সুবোধ?
তাদের বুকেও সুচতুর প্রেমিকের দেওয়া দগদগে ক্ষত!
অনিন্দিতারা খুব একটা ভালো নেই,
ময়না আম্বিয়া সখিনা ওরাও কেউ ভালো নেই…
ওদের বুকে জ্বলছে সাইবেরিয়ার আগ্নেয়গিরি,
নিজ নিজ প্রেমিকের লালসার শিকার তারা!
একফোঁটা সুখের আশায় সবাই আজ একই চিতায় সহমরণ যাত্রী।
দাউদাউ করে জ্বলছে খরা পীড়িত তাদের বুক,
ভালোবাসা আজ কারবালার আহাকার।
চতুর প্রেমিকের সেই দগদগে ক্ষত যেন অনিরাময়যগ্য!
তাই তো কেউই আজ ভালো নেই।
জ্বলছে লেলিহান শিখা শরীর জুড়ে, মন জুড়ে – জ্বলুক।
তবে ওদের দেখে পৃথিবী জানুক- চতুর অনিন্দিতা থেকে নিরিহ ময়না,
পৌরুষত্বের অহংবোধে অন্ধ হওয়া প্রেমিকের দল কাউকেই ভালো থাকতে দেয় না।
আমার আমি
আমার শহর আমার মানুষ
আমার ভালো আমার মন্দ
আমার দুঃখ আমার আনন্দ
হতেই পারে পরের নিরানন্দ !
আমার বিরহ আমার একাকীত্ব
আমার আকাশ আমার মেঘ
আমার সকাল আমার রাত্রি
হতেই পারো অন্যের পথযাত্রী !
আমার প্রেম আমার বিশ্বাস
আমার চোখ আমার দৃষ্টি
আমার আঁধার আমার আলো
হয়তো আমি বিহীন সবই ভালো !
আমি কেবল আমার মতো
আপন মাঝে আপন অরণ্য
সব কিছুতেই আমার ছোঁয়া চাই
মুগ্ধতাটুকু তখন আমার করে পাই।
————————————————