You are currently viewing কবি শাহিদ আনোয়ার-এর মৃত্যুতে শোক প্রকাশ

কবি শাহিদ আনোয়ার-এর মৃত্যুতে শোক প্রকাশ

আশির দশকের সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের আবহে বিরলপ্রজ কবি শাহিদ আনোয়ারের আত্মপ্রকাশ। মানুষ ও মানবতার মুক্তির জন্য কোন শেকলই অপরিহার্য নয়। বিদ্যমান বৈষম্যের সমাজকে সমতার সমাজে বদলে দিতে হবে। এই প্রত্যয় নিয়ে শাহিদ আনোয়ার রাজপথের যুদ্ধ ও কলমের যুদ্ধকে সমন্বয় করে নিজের চেতনার বহুমুখী বিকাশে নিবিষ্ট হয়। তার লেখনী বিপ্লব আর প্রেমের মিশেলে হয়ে ওঠে বহুমাত্রিক।

পিতৃবিয়োগোত্তর কঠিনতম সময়ে শাহিদ আনোয়ার সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন এবং দীর্ঘকাল চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থাতেও তার লেখনী থেমে থাকেনি। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কবিতার বই। করোনাকালীন সময়ে তার স্ট্রোক হয় এবং দীর্ঘদিন আধা জাগরণ ও আধাঘুমের ভেতর বেঁচে থেকে গতকাল প্রিয় পৃথিবী ছেড়ে গেলেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

প্রকাশিত কাব্যগ্রন্থসমূহঃ

শুঁড়িখানার নুড়ির মধ্যে, কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে, দাঁড়াও আমার ক্ষত, বৈদেহী এক ওষ্ঠ পোড়ে ও শ্রেষ্ঠ কবিতা।