You are currently viewing কবি তিনি, বিক্রমপুইরা- ফারুক আফিনদী

কবি তিনি, বিক্রমপুইরা- ফারুক আফিনদী

বিষয় হচ্ছে- একুইশের খেইলটা ভাই আলাদা চলতাছে নতুন ভাও বুঝন লাগবসময় কী চায়যে তার নিজেরে সময় সময় নবায়ন অর্থা রিন্যু করতে পারল নাএট্টু কাইব্য কইরা কই-একধারা মাডি  বিষ্টির ভিত্রে দিয়া যাইতে পারল না, –তার ইন্তেকাল করা ভালো/

মনে রাখবেনপ্রিয় অগ্রজজীবনের একটা অমোঘ ইমেজ হইল-/

লাউডগা সাপ /

পাতার রঙেআগারই ভঙ্গিমায়/

উঠে আছে হাওয়ার ঠোঁটে/

দুই নম্বর-/

খাড়া রইদের নিচে /

মুড়েমুড়ে শুকাইছে রস/

অজান্তেই সোজা বালক অইয়া আছে /

{আহা রেমিয়া ভাই!/

পলাপলি খেলা শেষে জোছনারও মায়া ছেড়ে- (জোছনাও এক মায়ানাইয়াপাড়ার মাইয়াডার নামওশইলে ঘুমের লাহান কালা কাপড়ের খেতাডা জড়িয়ে নিজ্ঝুম আর নিজ্ঝুমতার আওয়াজ–বালকতুমি মরে আসছবালকমইরা আইতাছ-}/

প্রিয় অগ্রজআপনি ওই বালক আপনি মরে আসছেনআপনি কবি হোনদ্রুত কবি হোনঅই যে চেঙ্গাছোবার ধারে দেখেনসাপটারে- কেমনে ছোলম ফালায় /

হাপের কথায় পড়ে আই তার আগে চলেন একটু বায়োস্কোপ দেহাই একটু বিষ্টি দেখবেন চলেন।বিষ্টি কী তা তো বোঝেনমেঘবৃষ্টির দেশের মানুষ/

লিঙ্গ পুংমাটি তার বউ /

লাগলো না খটকাআচ্ছা মেঘ তো বোঝেন কমু নাকিবৃষ্টি হইলো মেঘের…/

অইডাখাড়া বা তেরছা/

এখন ঘোর বর্ষাকাল একটা কচু ফুল এনে দেখাতে পারলে ভালো করতাম তার আগাÑ পরাণ পরাগ যেন বাইয়া পড়ে /

এই দিশ্যে চৌখ মেললেন যিনি /

মাডি  বিষ্টির ভিত্তে দিয়া গেলেন জনমভর– /

 আষাঢ়েহেই শাওনে /

মাথায় মানকচুর পাতা/

তিনি নতুন /

আপনি বরংÑ আটিগাঁয়ের রাস্তায় নেমে সোলোগান ধরুন-/

কবি আছে নি রে/

……………….

কোন সে কবি /

বিক্রমপুইরা/

[পাঠদিশাএকুইশ>একুশখেইল খেলাভাও>হাবভাবকাইব্যকাব্যএকধারা>অনবরতমাডি>মাটিভিত্রে>ভেতরেরিন্যু>রিনিউখাড়া রইদ>মধ্যদুপুরের প্রখর রোদপলাপলি>লুকোচুরিশইল>শরীরলাহানমতোখেতাডা>কাঁথাটাছোলম>খোলসচেঙ্গাছোবা>ফার্ন জাতীয় বুনো  উদ্ভিদযা সাধারণত জমির আইলে বা চারকোণায় দেখা যায়হাপ>সাপঅইডা>ঐটাবাইয়া পড়াবেয়ে বা উপচে পড়াদিশ্য>দৃশ্যচৌখ> চোখভিত্তে>ভেতরেহেই>সেইসোলোগানস্লোগান]