You are currently viewing কবিরাও সংসারী হয়- মামুন সুলতান

কবিরাও সংসারী হয়- মামুন সুলতান

কবিদের সময় কই
কবি তো পাখির মতো পরম স্বাধীন
ইচ্ছে হলেই উড়াল বৈমানিক মনে
মানুষের মনে বসে পাখির মতোন
কিচিরমিচির করা কবির স্বভাব

কবির সংসার হবে
মুছে দেবে স্ত্রীর কপালের বিন্দু বিন্দু ঘাম
চুলে তেল মেখে দেবে বায়বীয় হাতে
চিবুকে টান মেরে ঝেরে ফেলবে অভিমান
কবির স্ত্রী ক্রমশ কবিতা হবে কবির স্বভাবে

কবি বাজারে যাবেন ব্যাগ হাতে
মাছ শাক সবজি নিয়ে স্ত্রীর হাতে তুলে দেবেন
স্ত্রী কবিতার মতোন উচ্ছ্বাসে নৈবদ্য গ্রহণ করবেন
এইতো গড়ে উঠলো কবিতার সংসার

কে বলেছে কবির ঘর নেই সংসার নেই
সেই মাতাল মন্তব্যে যুগ নিয়েছে বিদায়
কবিরা এখন স্ত্রৈণ
এখানেই খুঁজে ফেরেন কবিতার মাঙ্গলিক প্রকাশ।