You are currently viewing কবিতাত্রিতয় || খালেদ হামিদী

কবিতাত্রিতয় || খালেদ হামিদী

কবিতাত্রিতয় || খালেদ হামিদী

 

বাঁচার এলিজি

কে বলেছে তোকে খুব বাড়ি দরকার?
ঋণের টাকায় গাড়ি কিনে ছারখার
হতে পরামর্শ দিয়ে আজ নির্বিকার!
কর্পোরেট শেখায় কি আভিজাত্য তার?

হাইউছদে হদিন অইয়ে ভাতদি গোঁঅরা মাছ;
অঁউল ন ফুলি ক্যানে অ’লি কেলা গাছ!
না বদ্দা, ন ফঅরি আঁরঅ ঘরত ফাতিল
ন চরে, হইয়েনে হনে অইগেইয়ে বাতিল।

টানাপোড়েনের ইতিহাস কে জানাতে পারে?
প্রাণ হারানোর হেতু না বুঝে নারীও কেন আউশভিচে মরে!
এদিকে আমার পূর্ব পুরুষের পিঠে কত রক্তজবা ক্ষত!
ওদিকে দ্বিতীয় যুদ্ধে গ্যাস চেম্বারে নিহত, পরে ভস্মীভূত
প্রত্যেক মানুষ মাত্র ছয় শ চল্লিশ গ্রাম!
এ জন্যে কি ভুলে বসি হঠাৎ নিজেরও নাম!
তাই কি এভাবে বুক চিরে গান গাও তুমি মোটি!
না বুঝেও ভাষা, সুরে, কখনও বা ভুলে রুটি, আমি কেঁদে উঠি!

২৫-২৬ অগাস্ট ২০২৩
কক্সবাজার

 

মার্কেস, তুমি কি জানো?

সামরিক কুচকাওয়াজ, স্কাউটদের কসরত, ক্যাডেটের পদযাত্রা
কোনোটাই নয়, তবু শিশু-কিশোরেরা ঘন ভয়ের অরণ্য
চিরে কোথায় চলেছে দৃঢ় পায়ে, দ্রুত বেগে? মার্কেস, তুমি কি জানো
কাদের সন্তান ওরা? মাকোন্দোর মানুষদের বিস্মৃতি-রোগের চোটে
এই বাচ্চারা বিলকুল ভুলে যায় কি মা-বাবা শুধু নয়, নিজ
জন্মভূমিকেও? হায়! না, বুয়েন্দিয়ার নয় কেউ তারা। তবে
দলে দলে কলম্বিয়া ছেড়ে এই বয়সেই পানামার দিকে
কীভাবে ছুটিছে বলো ডারিয়েন গ্যাপ হয়ে আরও উত্তরের
বড় গন্তব্যের দিকে! সর্বোত্তম কী আছে সেখানে?
স্যাটেলাইট থেকে দেখো, পিঁপড়ার মিছিল তুল্য, এগিয়ে চলেছে
অমৃতের স্বাদ পেতে? অথচ ক্ষুধার্ত নয় কীটের ধরনে;
কাপড়, পিঠের ব্যাগে, বইয়ের বদলে!
এতে ভয়ে তুমি কেঁপে বলে ওঠো: ‘আমার ছেলেরও
পিঠে ব্যাগ স্কুল দিনে, থাকে সকাল দুপুর!’ অভয়ের ভাষা
হারিয়ে কীভাবে কহি: ‘বাঁচার মানেই মোক্ষ বুঝতে দেয় না!
রে পামর অর্থ, মানবসন্তানের কেন প্রাণান্ত ধাবন!’
আমার নিরবতায় পুত্রকে সজোরে বুকে আঁকড়ে ধরলে তুমি
আমি কি বলতে চাই ওকে: ‘বড়ো হলে
কোথাও যাসনে একলা, বাবা,
যতই ঝলমলে হোক বিত্তের গরিলা।’

০৮-০৯ জুন ২০২৩
চট্টগ্রাম

 

ইরিত্রিয়ার মেয়ে

দেহের কূলে মন ভেঙেছে, প্রাণকিনারে কে?
সামান্যতেই ছেড়ে যাবার হুমকি ঝাড়ে যে!
ধ্যাত্তেরিকা, এসব কিছু ভাবার বিষয় নাকি!
ইরিত্রিয় তন্বী কেন স্মৃতির ভেতর উঁকি
দেয় নিমেষে! শীর্ণদেহী বিধায় ওকে অংশ দেয়নি নাচে
সেবার ওদের কেউই তুমুল সেই ক্রিসমাসের আঁচে।

মার্কিনিদের গৃহভৃত্য ইরিত্রিয়ার মেয়ে;
স্বাস্থ্য তোমার হয়তো লোটে এসে প্রবল ধেয়ে
রোমান, ব্রিটিশ আর ইথিওপিয়া,
খসেনি তো অঙ্গ থেকে তবু অতুল হিয়া।
তাই কি আমায় করলে বারণ নাচতে তাদের সঙ্গে?
দূর থেকেও তোমায় খুঁজি ধরার সারা বঙ্গে।

৩০-৩১ মে ২০২৩
চট্টগ্রাম

======================