You are currently viewing একটি সহৃদয় ঘোষণা

একটি সহৃদয় ঘোষণা

প্রিয় সুহৃদ ও সতীর্থ বন্ধুরা,

মন-মানচিত্র যাত্রারম্ভ সংখ্যা বেরুনোর সঙ্গেসঙ্গেই এক বিপুল মনোযোগ, উৎসাহ, সমর্থন ও প্রত্যাশায় আমরা আনন্দিত, একইভাবে কিছুটা উদ্বিগ্নও বটে। কেননা প্রত্যাশা এমনই এক ঝুঁকি যা পূরণ করে যাওয়া নিরন্তর দুরূহ কাজ। আমাদের আস্থা ও ভরসা- লেখক পাঠক আর মন-মানচিত্র পরিবারের ত্রিবেণী বোঝাপড়ায়। সবাই যদি নিজ নিজ জায়গায় মন ও মনন নিষ্ঠ থাকেন, তাহলে মতান্তর হবে,আশা করি মনান্তর হবে না। সকল মতান্ধতা ও মতাবদ্ধতা পেরিয়ে সৃজনশীলতায় ভিন্নতা আসুক, এমনকী দূরত্বও পরিত্যাজ্য নয়- দূর হোক কারসাজির নৈকট্য, বুদ্ধির পাইকারি। আমরা কোন না কোন অঞ্চলের ভূমিপুত্র, কিন্তু আঞ্চলিক নই, দেশপ্রেমিক কিন্তু জাতীয়তাবাদী নই, আমরা লোহা ও মুক্তা আহরণকারী সওদাগর- দুনিয়ার যে-প্রান্তে তার দেখা মেলে- সেখানেই ডুবখননে নামতে রাজি আছি।