ঋতুর ডালায় একগুচ্ছ হাইকু
মো. মুহাইমীন আরিফ
১
ঘূর্ণি তাল
মেঘে বাজা ডমরু
নাচে বোশেখ
২
ঝড়ের কাল
তরুণ বায়ু চুমে
তরুণী জল
৩
গ্রীষ্মরাত
ঝিঁঝির টানা গান
বধির কান
৪
সূর্য কই
গাছের অপেক্ষা
আঁকবে ছায়া
৫
খিড়কি খোলা
মাটির মেঝে বন
শরতে কাশ
৬
ধানের কাল
মাথায় সোনাগোছা
দুলকি চাল
৭
চাঁদে গ্রহণ
জোয়ার উপচানো
পেয়ালাজল
৮
জোয়ার-ভাটা
কচুরিপানা ফেরি
অজানা ঘাট
৯
রোদের সুঁই
সোনামুখি সেলাই
সরষে কাঁথা
১০
তরুণ শীত
কুয়াশাময় খেত
কাঁপছে চাষ
১১
মেঘের ফাঁক
আকাশচারী চিল
তাতায় রোদ
১২
কলসি কাঁখে
খেজুর গাছ ঠায়
রসের নদে
১৩
সূর্যে মুখ
ফুলনেতা আলাপে
সূর্যমুখী
১৪
কাঁপানো শীত
গাছির গলা ভাঁজা
হাঁপানো গীত
১৫
কৃষ্ণচূড়া
সূর্যমাখা ফুল
গাছ-গহনা
পরিচিতি :
মো. মুহাইমীন আরিফ। স্থায়ীনিবাস কুমিল্লা, বাংলাদেশ। পেশায় শিক্ষক, পদবি অধ্যক্ষ। চাকরিসূত্রে সিলেটে বাস।
অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর করলেও সাহিত্যের প্রতি অনুরাগ ছোটোবেলা থেকেই। হাইকু ছাড়াও প্রবন্ধ, ছোটোগল্প, অণুগল্প লিখে থাকেন।
উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক বই লিখেছেন সাতটি।
হাইকুর প্রতি আগ্রহ বেশ পুরনো। বাংলাদেশ ও কলকাতার ওয়েবপত্রিকাগুলোতে নিয়মিত হাইকু লিখছেন। উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২২-এ তাঁর রচিত প্রথম হাইকুগ্রন্থ ‘ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ’ প্রকাশিত হয়েছে।